বাংলাহান্ট ডেস্ক: বইয়ের পাতা হোক বা সেলুলয়েডের পর্দা, ফেলুদাকে (feluda) জড়িয়ে চিরদিনই আলাদা নস্টালজিয়া কাজ করে বাঙালির। সত্যজিৎ রায়ের সৃষ্টি কলমের ডগা থেকে উঠে এসেছিল বড়পর্দায়। সৌমিত্র চট্টোপাধ্যায়কে ফেলুদা হিসাবে দেখেছিলেন প্রথম তিনিই। সেসব দিন এখন গিয়েছে। তারপর একে একে এলেন সব্যসাচী চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়ও। এমনকি টোটা রায়চৌধুরীকেও দেখা গিয়েছে ফেলুদার ভূমিকায়।
বাঙালির সেই নস্টালজিয়াকে আরেক বার উসকে দিয়েই নতুন ফেলুদা ছবির ঘোষনা করলেন পরিচালক সন্দীপ রায় (sandip roy)। সত্যজিৎ রায়ের লেখা ‘হত্যাপুরী’র গল্প অবলম্বনে তৈরি হবে এই নতুন ছবি। বড়দিনে বড় ঘোষনা করেছে প্রযোজনা সংস্থা এসভিএফ। আগামী বছরেই নতুন রহস্য নিয়ে আসতে চলেছে ফেলুদা অ্যান্ড কোং।
রয়েছে আরো এক সুখবর। এই ছবিতে ফেলুদা ও তোপসের সঙ্গে দেখা মিলবে জটায়ু ওরফে লালমোহন বাবুরও। তবে ফেলুদা, তোপসে, লালমোহন বাবুর চরিত্রে কাদের দেখা যাবে সে বিষয়ে এখনো কোনো ঘোষনাই করা হয়নি। তবে এও শোনা যাচ্ছে, এমন অভিনেতাকে নেওয়া হবে যাদের কিনা আগে কখনো ফেলুদার চরিত্রে দেখা যায়নি।
এই প্রসঙ্গেই জল্পনায় উঠে আসছে ইন্দ্রনীল সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, জিতু কামালের মতো নাম। শোনা যাচ্ছে, নতুন ফেলুদার জন্য নাকি ইতিমধ্যেই ইন্দ্রনীলের অডিশন নিয়েছেন সন্দীপ রায়। উচ্চতা ও শারীরিক বৈশিষ্ট্যের দিক দিয়ে প্রদোষ মিত্রের সঙ্গে বেশ অনেকটাই মিল রয়েছে ইন্দ্রনীলের।
https://www.instagram.com/p/CX5HpHeBZTx/?utm_medium=copy_link
অপরদিকে পরমব্রত চট্টোপাধ্যায়কে একবার দেখা গিয়েছে ফেলুদার ভূমিকায়। সেটা অবশ্য বড়পর্দায় নয়, OTT প্ল্যাটফর্মে দেখা গিয়েছিল তাঁকে। তোপসে থেকে ফেলুদায় উত্তরণ হয়েছিল পরমব্রতর। এবারেও কি ফের তাঁকেই দেখা যাবে ফেলুদার ভূমিকায়? আরেক অভিনেতার কথা না বললেই নয়, তিনি জিতু কামাল। স্বয়ং সত্যজিৎ রায়ের চরিত্রে তাঁর লুক ধাঁধা লাগিয়েছিল সবার চোখে। ফেলুদাও তো সত্যজিতেরই সৃষ্টি। সেই হিসাবে জিতুর কথাও চিন্তাভাবনা করছে ফেলুদা প্রেমীরা।
প্রসঙ্গত, ‘হত্যাপুরী’ গল্পের প্রেক্ষাপট পুরী। ভ্রমণের উদ্দেশে গিয়ে রহস্যের জালে জড়িয়ে পড়ে থ্রি মাস্কেটিয়ার্স। প্রাচীন পুঁথিকে কেন্দ্র করে ঘটতে থাকে একটার পর একটা হত্যাকাণ্ড। সেই রহস্যেরই সমাধান করবে ফেলুদা। আগামী বছরের মার্চ থেকে ছবির শুটিং শুরু হতে চলেছে বলে খবর।