নো মেকআপ লুক, ট্র‍্যাকসুটেই লাগালেন ঠুমকা; ভাইরাল সন্দীপ্তার টিকটক ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: টেলিভিশন তথা টলিউডের অন‍্যতম জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন (sandipta sen)। একের পর এক ধারাবাহিকে ইতিমধ‍্যেই নিজের অভিনয় প্রতিভা দেখিয়ে মানুষের মন জয় করে নিয়েছেন তিনি। নেটদুনিয়াতেও হু হু করে বাড়ছে তাঁর ফলোয়ারের সংখ‍্যা। তার অন‍্যতম কারন, সন্দীপ্তার টিকটক (tiktok) ভিডিও।
লকডাউনের মধ‍্যেও অনুরাগীদের বিনোদনের যোগান দিতে মাঝে মাঝেই টিকটক ভিডিও শেয়ার করেন সন্দীপ্তা। সম্প্রতি তেমনই একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। আর এই ভিডিওর মাধ‍্যমেই ফের সংবাদ শিরোনামে উঠে এসেছেন সন্দীপ্তা।

কোনও জমকালো সাজ পোশাক নয়, একদম সাধারন ঘরোয়া ট্র‍্যাকসুটের সঙ্গে নো মেকআপ লুক। এভাবেই ক‍্যামেরা বন্দি হয়েছেন অভিনেত্রী। কয়েকটি জনপ্রিয় হিন্দি গানের ম‍্যাশআপের তালে নাচতে দেখা গিয়েছে সন্দীপ্তাকে। ট্র‍্যাক সুট পরেই ঠুমকাও লাগাতে দেখা গিয়েছে তাঁকে।

https://www.instagram.com/p/CBNgLxlHZ8t/?igshid=1e0blefghwwtq

https://www.instagram.com/p/CBDFkTDnkMm/?igshid=1n6568kh7s795

ভাইরাল হওয়ার জন‍্য যে জমকালো বা স্বল্প পোশাকের কোনও প্রয়োজন হয় না সন্দীপ্তার এই ভিডিওই তার প্রমাণ। ৩৬ হাজার লাইক পড়েছে এই ভিডিওতে। অভিনেত্রীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁর সহকর্মীরা। এমন নাচের ভিডিও তাঁরা আরও দেখতে চান, এমনটাই দাবি সকলের।

https://www.instagram.com/p/CBBSuEcHSKR/?igshid=ondj5tc3b3ve

https://www.instagram.com/p/B_FEwyNHaL7/?igshid=1o5hev9f2cefz

https://www.instagram.com/p/B-1NQCfnWOe/?igshid=c1f5sbzml8ys

লকডাউনে বাড়ি বসে পুরনো দিনের ছবিতে মজেছেন সন্দীপ্তা। একদম ছোট্ট বেলার ছবি থেকছ শুরু করে স্কুল বা কলেজ জীবনের ছবিও অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন তিনি। রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে ছোট্ট সন্দীপ্তা, ক্লাস নাইনের প‍্যারেডের ছবি বা বছর উনিশের তরুণী সন্দীপ্তা সব ছবিই ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়।

সম্পর্কিত খবর

X