বাংলাহান্ট ডেস্ক: টলিপাড়ায় বাঙালি গোয়েন্দার ছড়াছড়ি। ফেলুদা, ব্যোমকেশ, কিরীটি রা আগে থেকেই ছিলেন। তালিকায় যোগ দিয়েছেন একেন বাবু, শবরের মতো গোয়েন্দারাও। এবার বাড়ল আরেকটি নাম, কেষ্ট। তার নেশা গোয়েন্দাগিরি। বড়সড় এক হত্যা রহস্য সমাধানের দায়িত্ব পড়েছে কেষ্টর কাঁধে। তদন্তে তার সহকারী হয়ে উঠতে পারেন ‘সারদা মা’!
ভাবছেন ব্যাপারটা কী? কেষ্ট গোয়েন্দার সঙ্গে হঠাৎ সারদা মা এলেন কীকরে? আসলে ইনি পর্দার মা সারদা অর্থাৎ অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen)। হ্যাঁ, ঠিকই ধরেছেন। একটি নতুন ওয়েব সিরিজ আসছে। নাম ‘শিকারপুর’। পরিচালক নির্ঝর মিত্রের এই আসন্ন সিরিজে অভিনয় করতে চলেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, অঙ্কুশ হাজরা (Ankush Hazra) ও সন্দীপ্তা।
গোয়েন্দা কেষ্টর চরিত্রে দেখা যাবে অঙ্কুশকে। তাঁর গোয়েন্দাগিরির প্রবল নেশা। এখনো পর্যন্ত ছুটকো ছাটকা রহস্য সমাধান করলেও তেমন জুতসই কোনো কেস হাতে পাচ্ছিলেন না কেষ্ট। শেষমেষ অপেক্ষার অবসান ঘটে তাঁর। একেবারে খুনের রহস্য পেয়ে গিয়েছেন তিনি।
সিরিজের গল্প তিনটি চরিত্রকে ঘিরে। কেষ্টর পাশাপাশি মুখ্য চরিত্র রয়েছে আরো দুটি দীনদয়াল ও চুমকি। পঙ্গু দীনদয়ালের চরিত্রে দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায়কে। ফেলুদার মতো তাঁরও রয়েছে মগজাস্ত্র। দীনদয়ালের বাড়িতে ভাড়া থাকে কেষ্ট। অন্যদিকে দীনদয়ালের মেয়ে চুমকির চরিত্রে অভিনয় করছেন সন্দীপ্তা। গল্পে তিনি আবার কেষ্টর প্রেমিকাও হয়ে উঠবেন।
ডিজিটাল প্ল্যাটফর্মের সাম্প্রতিক বেশ কয়েকটি গোয়েন্দা সিরিজের মতো এই সিরিজের গল্পও উত্তরবঙ্গে জমাট বাঁধবে। কিছুটা অবশ্য কলকাতাতেও শুটিং হবে। এর আগে অঞ্জন দত্তের ‘মার্ডার ইন দ্য হিলস’ সিরিজেও অভিনয় করেছিলেন সন্দীপ্তা। সেই গল্পও ছিল উত্তরবঙ্গের।
তারপর ‘করুণাময়ী রাণী রাসমণি: উত্তর পর্ব’ এ মা সারদা চরিত্রে যোগ দেন সন্দীপ্তা। সম্প্রতি শেষ হয়েছে সেই সিরিয়ালের শুটিংও। তাই আবারো অন্য প্রোজেক্টে যোগ দিয়েছেন অভিনেত্রী। খুব শীঘ্রই চিত্রনাট্য পড়ে শোনানো হবে তাঁদের। চলতি মাসের শেষেই শুরু হবে শুটিং। সিরিজটি সম্প্রচারিত হবে জি ফাইভ প্ল্যাটফর্মে।