বাংলাহান্ট ডেস্ক: হাওয়ায় আলগা ঠান্ডার আভাস। দিন ছোট হয়ে আসছে। একটু বেলা গড়ালেই সন্ধ্যে। শীত আসছে, মালুম পড়ছে বেশ। এমন সময়ে গরম চায়ের কাপ হাতে ভূতের গল্প পেলে মন্দ হয় না বলুন? ভূত আছে কী নেই সেই তর্কতে না গিয়ে বরং সন্দীপ্তা সেনের (sandipta sen) মুখে একটি আসল গল্পই শুনে নিন, থুড়ি পড়ে নিন। বলা যায় না, একটা শিরশিরে অনুভূতি হলেও হতে পারে।
সন্দীপ্তার পরিচয় অভিনয়ের সূত্রে হলেও তাঁর পড়াশোনা মানুষের মনের গহীন দিক নিয়ে। অভিনেত্রী ছাড়াও পেশায় মনোবিদও বটে তিনি। আনন্দবাজার অনলাইনের হয়ে কলম ধরে সন্দীপ্তা জানালেন, তিনি সেই গোত্রে পড়েন যারা ভূতে বিশ্বাস করে না ঠিকই, কিন্তু ভয় পেতে, ছবি দেখতে ভালবাসেন। কিন্তু ২০১৮ সালের এমনি এক হালকা শীতের বিকেল সন্দীপ্তার এই বিশ্বাসের পর্দাটা প্রবল ভাবে নাড়িয়ে দিয়েছিল।
কী ঘটেছিল সেদিন? সন্দীপ্তা জানান, মেকআপ রুম থেকে সবে মাত্র বেরিয়েছেন তিনি। শট তৈরি। কাছেই একজন পরিচিত সহ পরিচালককে দাঁড়িয়ে থাকতে দেখে ডেকে কথা বলছিলেন তিনি। কিন্তু কোনো জবাব না দিয়ে হঠাৎ করেই চলে যান ওই ব্যক্তি। বিষয়টা নিয়ে অবাক হলেও হাতে সময় না থাকায় শুটিং ফ্লোরের দিকে ছোটেন সন্দীপ্তা।
কিন্তু সেখানে এসে আরেক চমকের পালা। মেকআপ রুমের সামনে দেখা ওই ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন শুটিং ফ্লোরে। কিছুক্ষণ আগে কথা না বলার কারণ জিজ্ঞাসা করায় তিনি অবাক। সহ পরিচালক পালটা সন্দীপ্তা প্রশ্ন করেন, কখন কথা বলেননি তিনি। মেকআপ রুমের সামনের ঘটনার কথা শুনে তিনি অবাক হয়ে বলেন, সেখানে তিনি ছিলেনই না।
গায়ে কাঁটা দিয়ে উঠেছিল সন্দীপ্তার। সব রকম যুক্তি দিয়ে ঘটনাটা বিচার করতে গিয়েও হার মেনেছেন তিনি। অনেকবার অনেক রকম ভাবে ভাবার চেষ্টা করেছেন কিন্তু কিছুই বুঝতে পারেননি অভিনেত্রী। এখনো ভুলতে পারেননি দিনটা। কে ছিল সে? প্রশ্নের উত্তরটা আজও পাননি সন্দীপ্তা।