পরনে কালো মনোকিনি, পুলের স্বচ্ছ জলে ভাসছেন সন্দীপ্তা, অনুরাগীদের প্রাকপুজোর উপহার নায়িকার

বাংলাহান্ট ডেস্ক : পায়ের তলায় সরষে নিয়ে ঘোরেন অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen)। বাংলা বিনোদুনিয়ার খুবই পরিচিত মুখ তিনি। ছোটপর্দার ‘দুর্গা’ তিনি। এখনো অনেক দর্শকই তাঁকে মনে রেখেছেন ওই সিরিয়ালের জন্য। তারপরে অবশ্য আরো বেশ কিছু সিরিয়ালেই অভিনয় করেছেন তিনি। তবে সন্দীপ্তা (Sandipta Sen) বিশেষ জনপ্রিয়তা পেয়েছেন ওয়েব সিরিজ থেকে। এখন ডিজিটাল মাধ্যমেই বেশি দেখা যায় তাঁকে। আর কাজের ফাঁকে সুযোগ পেলেই তিনি বেরিয়ে পড়েন ঘুরতে। সঙ্গী হন স্বামী সৌম্য।

সন্দীপ্তার (Sandipta Sen) নতুন ছবি নিয়ে চর্চা

দেশ থেকে বিদেশ, দুজনে বেশ ভালোই ঘুরে বেড়ান এদিক সেদিক। ঘুরতে গিয়ে মনে করে ছবিও শেয়ার করেন তাঁরা সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি সন্দীপ্তার (Sandipta Sen) শেয়ার করা একটি ছবিকে ঘিরে বেশ চর্চা চলছে নেটপাড়ায়। সুইমিং পুলের জলে শরীর ভাসিয়ে লেন্সবন্দি হয়েছেন সন্দীপ্তা (Sandipta Sen)।

আরো পড়ুন : কী ভয়ঙ্কর কাণ্ড! গাড়ির উপরে উঠে পড়ে মানুষ! পুলিশের সাহায্যে সে যাত্রা প্রাণ হাতে নিয়ে ফেরেন বিশ্বজিৎ

কোথায় ঘুরতে গেলেন সন্দীপ্তা

ছবিতে কালো মনোকিনিতে ধরা দিয়েছেন সন্দীপ্তা (Sandipta Sen)। খোলা চুল আর বিনা মেকআপেও যেন ঝলমল করছেন তিনি। ইনফিনিটি পুলের বাইরে দূরে দেখা যাচ্ছে সমুদ্র আর পাহাড়ের ল্যান্ডস্কেপ। সঙ্গে আকাশ ছোঁয়া নারকেল গাছ। নেটিজেনদের ধন্দে না রেখে জায়গার নামও ফাঁস করে দিয়েছেন সন্দীপ্তা (Sandipta Sen)। জানিয়েছেন, কেরলের ওয়ানাড়ে ঘুরতে গিয়েছেন অভিনেত্রী।

আরো পড়ুন : দাদাসাহেব ফালকে পাচ্ছেন মিঠুন, কী কী থাকে পুরস্কারে? কতজন বাঙালিই বা পেয়েছেন এই সম্মান?

জন্মদিন জমজমাট নায়িকার

গত অগাস্টে ছিল সন্দীপ্তার (Sandipta Sen) জন্মদিন। বিয়ের পর প্রথম জন্মদিন উপলক্ষে কেরলে ঘুরতে গিয়েছিলেন তিনি। সেই ছবিগুলিই এখন শেয়ার করেছেন সন্দীপ্তা (Sandipta Sen)। বিয়ের পরের জন্মদিনে স্ত্রীকে উপহার, ভালোবাসায় ভরিয়েছেন সৌম্য। জন্মদিনের ট্রিপ হিসেবেই কেরলে গিয়েছিলেন তাঁরা।

Sandipta Sen

প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসে দীর্ঘদিনের প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়কে বিয়ে করেন সন্দীপ্তা। বিয়ের পর কিছুদিন বিরতি নিয়েই কাজে ফেরেন অভিনেত্রী। কিছুদিন আগে ‘নষ্টনীড়’ এর দ্বিতীয় সিজনে অভিনয় করেছেন তিনি। বর্তমানে বিভিন্ন ওয়েব সিরিজেই বেশি দেখা যায় সন্দীপ্তাকে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর