সবাইকে অবাক করে রাতারাতি বিয়ের পিঁড়িতে সন্দীপ্তা সেন! হবু বরের পরিচয় চমকে দেবে

বাংলা হান্ট ডেস্ক : বাংলা ছোটপর্দায় এখন বিয়ের মরশুম। একটার পর একটা উইকেট পড়ছে এই বছরে। দিন কয়েক আগেই প্রেমিকার নাম, ছবি সামনে এনেছেন ছোটপর্দার দুর্গা সন্দীপ্তা সেন (Sandipta Sen)। তিনি আর কেউ নন, হইচই-র চিফ অপারেটিং অফিসার সৌম্য মুখোপাধ্যায় (Soumya Mukherjee)। শোনা যাচ্ছে, চলতি বছরেই গাঁটছড়া বাঁধতে চলেছেন এই প্রেমিক যুগল। ঠিক হয়ে গেছে বিয়ের (Marriage) তারিখ।

প্রসঙ্গত উল্লেখ্য, বিগত দুই বছর ধরে চুটিয়ে প্রেম করছেন সন্দীপ্তা এবং সৌম্য। প্রথমদিকটা বিষয়টা গোপনেই রেখেছিলেন তারা। তবে এইসব খবর খুব বেশিদিন চাপা থাকেনা। গুঞ্জন শুরু হতেই সন্দীপ্তা জানিয়ে দেন তার আর সৌম্যর কথা। তারপর থেকেই খুল্লমখুল্লা প্রেম করেছেন দুজনে। আর এবার তো সোজা বিয়ের পিঁড়ি। শোনা যাচ্ছে, বিয়ের তারিখ ঠিক হয়েছে ৭ ডিসেম্বর।

অর্থাৎ হাতে আর মাত্র দু’মাস সময়। কেমন চলছে বিয়ের প্রস্তুতি? মিডিয়া পাড়ার খবর, বিয়ের দিন ফুশিয়া পিঙ্ক বেনারসি পরার ইচ্ছে রয়েছে সন্দীপ্তার। অন্যদিকে প্যাস্টেল পিঙ্ক রঙের শেরওয়ানি আর ধুতি পরবেন সৌম্য। মেনুতে থাকবে সমস্ত বাঙালি আইটেম। কড়াইশুটির পোলাও থেকে শুরু করে চিংড়ির মালাইকারি এবং কঁচি পাঁঠার মাংসতে জমে যাবে ভোজ। সাথে কিছু ফিউশন আইটেমও রাখছেন সন্দীপ্তা।

আরও পড়ুন : ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সোজা দেবের নায়িকা! জীবন বদলে যাওয়ার গল্প বললেন সৃজা

অন্যদিকে ২ ডিসেম্বর আংটি বদলের দিন তিনি পরবেন লেহেঙ্গা। নায়িকা জানিয়েছেন, আংটি বদলের দিন জমিয়ে নাচগান করবেন তিনি। এখন থেকে সেই সবকিছুরই প্রস্ততি শুরু করে দিয়েছেন সন্দীপ্তা। তবে অন্যদিকে সৌম্য বেশ টেনশনে। বিয়ে নিয়ে উত্তেজনা থাকলেও এই দু-আড়াই মাসের মধ্যে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা নিয়ে বেশ চাপে রয়েছেন তিনি।

আরও পড়ুন : পুজোর আগেই বোমা! বিয়ে করছেন মিমি চক্রবর্তী, মুখ খুললেন তারকা সাংসদ

sandipta 1656352233904 1656352242952

এমতাবস্থায় বিয়ের পর হানিমুনটা কবে হবে? এই প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, ‘আমরা দুজনেই বেড়াতে ভালোবাসি। অনেক জায়গায় একসঙ্গে ঘুরেছিও। তবে হানিমুনের পরিকল্পনা এখনও হয়নি। পাহাড় যাব না সমুদ্র, তা একটু সময় নিয়ে ভেবে দেখতে হবে।’ উল্লেখ্য, সন্দীপ্তা শেষবার অভিনয় করেছেন নষ্টনীড় ওয়েব সিরিজে। পুজোর পরেই তাকে দেখা যাবে বোধন-২ তে। আপাতত কাজ নিয়ে বেজায় ব্যস্ত তিনি।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর