স‍্যান্ডি হলেন ‘জুন আন্টি ২’! ‘শ্রীময়ী’ হয়ে গেলেন উষসী, ভিডিও দেখে চোখ কপালে নেটিজেনদের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: জুন আন্টি, সিরিয়ালে খলনায়িকার চরিত্রকে এক নতুন দিশা দেখিয়েছেন উষসী চক্রবর্তী (ushasie chakraborty)। ‘শ্রীময়ী’ (sreemoyee) সিরিয়াল যতটা না জনপ্রিয় হয়েছে তার থেকেও বেশি খ‍্যাতি পেয়েছিল জুন চরিত্রটি। তার সংলাপ বলার ধরণ, মুখ বেঁকানোর ভঙ্গি সবটাই জনপ্রিয় হয়েছিল। নেটমাধ‍্যমে দেদারে মিমও তৈরি হয়েছিল জুনকে নিয়ে।

শ্রীময়ী শেষ হয়ে গিয়েছে ঠিকই। কিন্তু জুনের জনপ্রিয়তা এতটুকুও কমেনি। এবার স‍্যান্ডি সাহাও রিল ভিডিও বানিয়ে ফেললেন উষসীকে নিয়ে। তবে তিনি কিন্তু আর জুন আন্টি নন এখানে। বরং স‍্যান্ডি হয়েছেন নতুন জুন আন্টি। অন‍্যদিকে আসল জুন সেজেছেন ‘শ্রীময়ী’।


ভিডিওর ব‍্যাকগ্রাউন্ডে বাজছে জুন ও শ্রীময়ীর সংলাপ। হঠাৎ করেই শ্রীময়ী রূপী উষসী ঠাস করে এক চড় কষিয়ে দিয়েছেন স‍্যান্ডি ওরফে জুনের গালে। সঙ্গে সঙ্গে পর্দার জুন আন্টির মতোই এক্সপ্রেশন দিয়েছেন স‍্যান্ডি। রিল ভিডিও শেয়ার করা মাত্রই ভাইরাল হয়ে গিয়েছে।

https://www.facebook.com/sandysahaofficial/videos/1104611420385133/?fs=e&s=cl

এর আগে উষসী জানিয়েছিলেন, শ্রীময়ী টেলিভিশন থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে বিদায় নেবে জুন আন্টিও। খল চরিত্রও যে এতটা জনপ্রিয় হতে পারে তা জুন আন্টিকে না দেখলে জানাই যেত না। তবে আপাতত ছোটপর্দার থেকে বেশ কিছুদিন দূরে থাকবেন উষসী।


জুন আন্টির খোলস ছেড়ে বেরোতে হবে। কিছুদিন অভিনয় থেকেই দূরে থাকবেন তিনি। সিনেমা, সিরিজে অভিনয় করবেন টুকটাক। তারপর পছন্দসই চরিত্র পেলে ফের ফিরবেন ছোটপর্দায়। আপাতত বেশ কয়েকটি বিজ্ঞাপনে অভিনয়েও জন‍্যও প্রস্তাব পেয়েছেন তিনি।

বাঙলির ডেইলি সোপের জনপ্রিয় খলনায়িকাদের তালিকায় সগর্বে নিজের স্থান ধরে রেখেছে চরিত্রটি। ‘শ্রীময়ী’ সিরিয়ালের জুন আন্টিকে যেন বাস্তবে রূপ দিয়েছেন অভিনেত্রী উষসী চক্রবর্তী। জুন আন্টির কুটিলতায় প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে গালিগালাজ করতে, এমনকি টিভিতে রিমোট ছুঁড়ে মারতেও দেখা গিয়েছে দর্শকদের। সবটাই নিজের অভিনয়ের সফলতা হিসেবে গ্রহণ করেছেন উষসী।

সম্পর্কিত খবর

X