বাংলাহান্ট ডেস্ক : সময়টা মোটেই ভালো যাচ্ছে না জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর স্যান্ডি সাহার (Sandy Saha)। কিছুদিন আগেই ঠাকুরপুকুর দুর্ঘটনা কাণ্ডে নাম জড়িয়ে কেরিয়ারে বড় ধাক্কা খেয়েছেন স্যান্ডি। দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে এবং দুর্ঘটনার সময় না থাকা সত্ত্বেও সিরিয়াল হাতছাড়া হয় তাঁর। এবার ফের বড়সড় বিপদে পড়লেন ইউটিউবার। কোনো রকমে প্রাণে বেঁচেছেন তিনি। কী হয়েছে ঘটনাটা?
বড় বিপদ থেকে প্রাণে বাঁচলেন স্যান্ডি (Sandy Saha)
সম্প্রতি এমটিভি রোডিজ শোতে হোস্ট হয়ে গিয়েছিলেন স্যান্ডি (Sandy Saha)। এর আগেও এই শোয়ের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। কিন্তু এবারে যা ঘটনা ঘটল তা রীতিমতো শিহরণ জাগানো। বাঘ সেজে প্রতিযোগীদের ভয় দেখাতে গিয়ে বেধড়ক মার খান স্যান্ডি (Sandy Saha)। এমনকি জীবন বিপন্ন হতে পারত তাঁর। শেষ মুহূর্তে চ্যানেল কর্তৃপক্ষ এসে উদ্ধার করে তাঁকে।
কী ঘটেছিল ঘটনাটি: টিভি৯ বাংলাকে স্যান্ডি জানান, শোতে অংশগ্রহণকারীদের ভয় দেখানোর কথা ছিল তাঁর। সেইমতো বাঘছালের পোশাক পরে ভয় দেখাতে গিয়েছিলেন তিনি। বনের মধ্যে তাঁবু খাটিয়ে প্রতিযোগীদের থাকার ব্যবস্থা হয়েছিল। কিন্তু স্যান্ডি (Sandy Saha) সেখানে যেতেই ভয় পেয়ে কাঠ, আগুন নিয়ে তেড়ে আসেন তাঁরা। প্র্যাঙ্ক করতে গিয়ে নিজেই বিপদে পড়ে যান স্যান্ডি। শেষ মুহূর্তে কোনো মতে প্রাণ হাতে নিয়ে বেরিয়ে আসেন তিনি।
আরো পড়ুন : টলিউডে ‘অসাধ্য সাধন’, ৯ বছর পর ফিরছে দেব-শুভশ্রী জুটি! প্রকাশ্যে ‘ধূমকেতু’র মুক্তির তারিখ
পরে স্বাভাবিক হয় পরিস্থিতি: যদিও জানা যায়, পরিস্থিতি গুরুতর দিকে এগোয়নি। পরে অংশগ্রহণকারীরা মজাও করেন স্যান্ডির (Sandy Saha) সঙ্গে। তবে পরপর একের পর এক ঘটনায় খারাপ সময় পিছু ছাড়ছে না ইউটিউবারের। এবারেও প্রাণ সংশয় হওয়া থেকে বেঁচে ফেরেন তিনি।
আরো পড়ুন : ‘নির্লজ্জ’ পাকিস্তানকে উচিত জবাব, ভারতীয় আকাশসীমা ব্যবহারে আরো বাড়ল নিষেধাজ্ঞার মেয়াদ
মাস খানেক আগে ঠাকুরপুকুর দুর্ঘটনা কাণ্ডেও নাম জড়ায় স্যান্ডির। যদিও তিনি বারংবার বলেছিলেন যে দুর্ঘটনার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না, তবুও তাঁকে বাদ দিয়ে দেওয়া হয় ‘ভিডিও বৌমা’ সিরিয়ালের থেকে।