‘ওর জন‍্য আমার বাড়ির এবং মনের দরজা সবসময় খোলা’, নিখিল প্রেমে হাবুডুবু স‍্যান্ডি সাহার

বাংলাহান্ট ডেস্ক: একটা সময় ছিল যখন যশ দাশগুপ্তর (Yash Dasgupta) প্রেমে পাগলপারা ছিলেন স‍্যান্ডি সাহা (Sandy Saha)। যশের সোশ‍্যাল মিডিয়া পোস্টে কমেন্ট করা থেকে শুরু করে অভিনেতার সঙ্গে ভিডিও বানানো, এমনকি যশের হাতে সিঁদুরও পরেছিলেন স‍্যান্ডি। এখন অবশ‍্য বিষয়টা অন‍্য রকম। নুসরত জাহানের এনট্রি হতেই যশ অতীত স‍্যান্ডির কাছে। তার বদলে নিখিল জৈনকে (Nikhil Jain) মন দিয়েছেন তিনি।

নিজেকে ‘ইয়াশিকা’ এবং নুসরতকে ‘সতীন’ বলে পরিচয় দেওয়া স‍্যান্ডি এখন আর যশের দিকে ফিরেও তাকান না। নিখিলের প্রতি ভালবাসা আগেই প্রকাশ করেছিলেন। পুজোর সময়ে একাধিক বার দেখাও হয়েছে দুজনের। প্রথমে কথা কাটাকাটি হয়ে পরিস্থিতি ঘোরালো উঠলেও পরবর্তীকালে মিটমাট হয়ে গিয়েছে দুজনের মধ‍্যে।

Nikhil sandy
আজ স‍্যান্ডির বাড়িতেও হয়েছে কালীপুজোর আয়োজন। সেলিব্রিটি স্ট‍্যাটাস দূরে সরিয়ে রেখে আগের মতোই পুজোর আয়োজনে হাত লাগিয়েছেন স‍্যান্ডি। তার ফাঁকেই সংবাদ মাধ‍্যমকে জানান, বন্ধুবান্ধবরা আজ তাঁর বাড়ির পুজোয় আসবে, আড্ডা হবে। বাড়িতে তিনি স‍্যান্ডি সাহা নন। পুজোর জোগাড় থেকে অতিথি আপ‍্যায়ণ তিনিই করেন।

তবে বাড়ির বাইরে পরিস্থিতি বেশ খানিকটা বদলেছে। জনপ্রিয়তা পাওয়ার পর আগের মতো বন্ধুদের সঙ্গে প‍্যান্ডেল হপিংয়ে বেরিয়ে পড়তে পারেন না তিনি। চিনে ফেলার ভয় থাকে। ভিআইপি গেট দিয়ে ঢুকে ঠাকুর দেখার চেষ্টা করেন। তবে পুজোর দিনে যেহেতু মা এবং পরিবারের অনেকেই উপোস করে পুজোর জোগাড় করেন তাই এদিনটা বাড়িতেই থাকার চেষ্টা করেন স‍্যান্ডি।

বাড়ির পুজোয় ক্রাশ নিখিলকেও ডাকবেন নাকি? প্রশ্ন করা হয়েছিল স‍্যান্ডিকে। উত্তরে তিনি জানান, ইচ্ছা ছিল ডাকার। কিন্তু নিখিল আসবেন না সেটা তিনি জানেন। অবশ‍্য পুজোর সময়ে প্রায় রোজই দেখা হয়েছে তাঁদের, কাকতালীয় ভাবেই। স‍্যান্ডির মতে, মা দূর্গাই হয়তো বারবার তাঁদের দেখা করিয়ে দিচ্ছিলেন। সঙ্গে তিনি এও জানিয়ে দেন, নিখিলের জন‍্য তাঁর মনের দরজা সবসময় খোলা।

Niranjana Nag

সম্পর্কিত খবর