৩০ হাজার নাকি ১ লাখ, পুজোয় কত টাকার শপিং করলেন ফ‍্যাশনিস্তা স‍্যান্ডি? জানালেন নিজেই

Published On:

বাংলাহান্ট ডেস্ক: আসছে আসছে করে এসেই পড়ল দূর্গাপুজো (Durgapuja)। পঞ্চমীর দিন থেকেই শহর জুড়ে মানুষের ঢল। উত্তরের সাবেকি পুজো হোক বা দক্ষিণের থিমের পুজো, শ্রীভূমি থেকে ম‍্যাডক্স স্কোয়ার সর্বত্র জনসমাগম। আমজনতার পাশাপাশি তারকাদেরও পুজো শুরু হয়ে গিয়েছে। এই তালিকায় রয়েছেন ইউটিউবার স‍্যান্ডি সাহাও (Sandy Saha)।

কনটেন্ট ক্রিয়েটর হিসাবে স‍্যান্ডির জনপ্রিয়তা কারোরই অজানা নয়। ইউটিউবার হিসাবে নিজের সফর শুরু করেন তিনি। অত‍্যন্ত কম সময়ের মধ‍্যেই খ‍্যাতি পেয়ে গিয়েছিলেন স‍্যান্ডি। তাঁর অদ্ভূত পোশাক আশাক, হাস‍্যকর ভিডিও দ্রুত লাইমলাইটের তলায় এনে ফেলেছিল স‍্যান্ডিকে। আর এখন তো বেশ নামকরা সেলিব্রিটি তিনি‌।


পুজোর কদিন স‍্যান্ডির প্ল‍্যান কী? সংবাদ মাধ‍্যমকে ইউটিউবার জানান, তিনি এখনো দূর্গাপুজোর কটা দিন খুব মজা করেন কাটান। নতুন নতুন জামাকাপড়, পেটপুজো আর রাত জেগে প‍্যান্ডেল হপিং তাঁর বরাবরের পছন্দ। কিন্তু এখন জনপ্রিয়তা বেড়েছে। লোকজনের চিনে ফেলার ভয় থাকে।

তবুও স‍্যান্ডি হার মানার পাত্র নন। মুখ ঢেকে ঠিকই প‍্যান্ডেলে হাজির হয়ে যান তিনি। আর যেখানে বেশি ভিড় দেখেন, চুপিচুপি কর্মকর্তাদের কাছে পরিচয় দিয়ে ভিআইপি গেট দিয়ে ঢুকে পড়েন। এছাড়াও পুজোয় ম‍্যাডক্সে বসে আড্ডা, পাবে গিয়ে হুল্লোড়েরও পরিকল্পনা রয়েছে স‍্যান্ডির।

পুজোর আরেকটা অর্থ নতুন জামাকাপড়, যার আকর্ষণ ছোট থেকে বড় সবারই সমান। স‍্যান্ডি তো এখন সেলিব্রিটি, ব্র‍্যান্ডেড জামাকাপড় ছাড়া কি পরেন না তিনি? স‍্যান্ডি অবশ‍্য জানান, এমন কোনো।বিশেষ পছন্দ নেই তাঁর। ভিন্ন ধরণের সাজগোজের জন‍্য ডিজাইনার পোশাক তিনি পরেন বটে। তবে এখনো তিনি শপিং মলে ঘুরেও জামাকাপড় কেনেন।

ফ‍্যাশনিস্তা স‍্যান্ডি সারা বছর ধরেই শপিং করেন। তবে পুজোর সময় কেনাকাটা মাস্ট। এ বারেও পুজোয় চুটিয়ে শপিং করেছেন তিনি। চতুর্থী থেকে দশমী পর্যন্ত প্রতিদিনের জন‍্য নতুন জামা কিনেছেন তিনি। আর বাজেট? ইউটিউবার জানালেন, তাঁর এমন ব‍্যাপার নেই যে ৩০ হাজার বা এক লাখ টাকার শপিং করতে হবে। নিজের সাধ‍্য বুঝেই জামা পছন্দ করেন স‍্যান্ডি।

X