ইন্ডাস্ট্রিতে সবথেকে বড় কম্পিটিটর নুসরত, ‘সতীন’কে নিয়ে মুখ খুললেন স‍্যান্ডি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: স‍্যান্ডি সাহা (sandy saha), বিভিন্ন সময়ে বিভিন্ন বিতর্কে চর্চায় উঠে আসে এই জনপ্রিয় ইউটিউবারের নাম। একাধিক টলিউড অভিনেতা অভিনেত্রীর সঙ্গে বিবাদে জড়াতে দেখা গিয়েছে তাঁকে। ট্রোল তাঁর নিত‍্যসঙ্গী। কিন্তু সবকিছু সয়েও অনুগামীদের বিনোদন দিতে ভোলেন না স‍্যান্ডি। বিগত কিছুদিন ধরেই যশ দাশগুপ্তের (yash dasgupta) সঙ্গে উচ্চারিত হচ্ছে তাঁর নাম। অভিনেতার হাতে সিঁদুর পরে রাতারাতি লাইমলাইট কেড়ে নিয়েছেন স‍্যান্ডি।

অনেকদিন ধরেই তিনি যশকে ভালবাসার দাবি করে আসছেন। অভিনেতার প্রতিটি ছবিতেই হয় হাসি নয় মাসলের প্রশংসা করে কমেন্ট করতে দেখা যায় তাঁকে। এর আগে নুসরতের (nusrat jahan) ছেলে হওয়ার খবরে তিনি বলেছিলেন ‘আমার বরের ছেলে হল, কিন্তু আমি মাসি হলাম’। নিজেকে যশের স্ত্রী বলেই মনে করেন স‍্যান্ডি। সম্প্রতি একটি ভিডিওতে দেখা গিয়েছে স‍্যান্ডির সিঁথিতে গেরুয়া সিঁদুর পরিয়ে দিচ্ছেন যশ।


তারপর বেবি বাম্প নিয়ে ছবি শেয়ার করেছেন স‍্যান্ডি। এমনকি নুসরতকে পাশে নিয়ে দাবি করেছেন, যশকে পাওয়ার জন‍্য সতীনের সঙ্গে সংসার করতেও রাজি তিনি। আর এবার স‍্যান্ডি বললেন, নুসরত তাঁর প্রতিপক্ষ। কারণ যশকে তিনি ছিনিয়ে নিয়েছেন।

সম্প্রতি ‘চিনেবাদাম’ এর শুটিং সেটে এসেছিলেন স‍্যান্ডি। ছবিতে অভিনয় করছেন যশ এবং এনা সাহা। কিন্তু অভিনেতার সঙ্গে সেদিন ভিডিও বানাতে পারেননি স‍্যান্ডি। সেটে সংবাদ মাধ‍্যমের ক‍্যামেরার সামনেই তিনি দাবি করেন, এই মুহূর্তে নুসরতই তাঁর সবথেকে বড় প্রতিপক্ষ। কাজের দিক দিয়েই হোক বা মনের দিক দিয়ে সব দিক থেকেই অভিনেত্রী তাঁকে হারিয়ে দিয়েছেন। বলা বাহুল‍্য, মজার ছলেই কথাগুলি বলেন স‍্যান্ডি।


বিশ্বকর্মা পুজোর দিনেই যশ ও নুসরতের মাঝে দাঁড়িয়ে একটি ছবি তুলেছিলেন স‍্যান্ডি। ছবির ক‍্যাপশনে লিখেছেন ‘দুই সতীনের সংসার’। অর কমেন্ট বক্সে তাঁর ঘোষনা, ‘তাকে পেতে গেলে যদি সতীন নিয়েও সংসার করতে হয়, তাতেও রাজী’। এর আগেই অবশ‍্য স‍্যান্ডি জানিয়েছিলেন ঈশানের মা নুসরত জাহানের সঙ্গেও নাকি কথা হয়েছে স‍্যান্ডির। যশ নুসরত দুজনেই খুব মজার মানুষ। স‍্যান্ডিকে তাঁর ছেলের সৎ মা হিসেবেও নাকি মেনে নিয়েছেন অভিনেত্রী। আপাতত এই তিন তারকাকে নিয়েই মশগুল নেটপাড়া।

X