আবার গাঁজা খেয়ে স্ক্রিপ্ট লিখছেন! ‘শ্রীময়ী’ এখন ‘অ্যাভেঞ্জারময়ী’, মজা করতে ছাড়লেন না স‍্যান্ডিও

বাংলাহান্ট ডেস্ক: সিরিয়ালে গল্পের গরু গাছে ওঠা নতুন ব‍্যাপার না। অনেক বছর ধরেই চলে আসছে এমনটা। বাথরুম স্ক্রাবার দিয়ে রোগীকে ইলেকট্রিক শক দেওয়া হোক বা বধির মেয়ের প্রথম বার প্লেনে উঠেই প্লেন চালানো হোক না কেন অথবা প্লাস্টিকের খাঁড়া দিয়ে গুণ্ডা দমন, দর্শকদের বারবার হতবাক করেছে সিরিয়াল। এবার এই একই কারণে ‘শ্রীময়ী’ (sreemoyee) পড়ল ট্রোলের মুখে।

স্বামী রোহিত সেন অপহৃত হয়েছেন দুষ্কৃতীদের হাতে। তাই তাঁকে বাঁচাতে গোয়েন্দার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন খোদ শ্রীময়ী। সাধাসিধে গৃহবধূর বেশ বদলে বিশেষ ট্রেনিং নিচ্ছেন তিনি। দুহাতে বন্দুক চেপে তাক করে রেখেছেন। জোর শব্দ থেকে থেকে বাঁচতে কানে বড় হেডফোন, চোখে বিশেষ চশমা। ‘গোয়েন্দা’ শ্রীময়ীর এমনি লুক প্রকাশ‍্যে এসেছে চ‍্যানেলের তরফে।

sreemoyee completes 700 episodes rohit sen aka actor tota roy choudhury shares emotional journey on social media
একা শ্রীময়ী না, পরিচারিকা মিঠুদি এখন তাঁর সহকারী। তাঁকেও পাকড়াও করে নিজের সঙ্গে বন্দুক চালানো শেখাচ্ছেন শ্রীময়ী। আর তা করতে গিয়েই ঘেমেনেয়ে, কেঁপে একসা কাণ্ড দুজনের। শুধু কি বন্দুক চালানো? ছদ্মবেশও ধরে ফেলেছেন শ্রীময়ী। মলিন শাড়ি মাথায় ঘোমটা দিয়ে প্রকাশ‍্যে এসেছে সেই ছবি।

https://www.instagram.com/p/CWm09m-It0R/?utm_medium=copy_link

IMG 20211123 163049IMG 20211123 163113IMG 20211123 163129
কাণ্ড দেখে হেসে লুটোপুটি খাওয়ার জোগাড় নেটিজেনদের। কেউ লিখছেন, ‘জঘন‍্য, প্লিজ শেষ করুন এবার। আর কি দেখানোর বাকি আছে এটায়?’ কেউ লিখছেন, ‘এবার মর্দানি আসছেন বাংলায়’ বা ‘জবা মা আর তিতলির চেয়ে কম না’। আবার একজনের বক্তব‍্য, ‘লেখিকা ফের গাঁজা খেয়ে স্ক্রিপ্ট লিখছেন’। কম যান না ইউটিউবার স‍্যান্ডি সাহাও (sandy saha)। বন্দুক হাতে শ্রীময়ীর ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘অ্যাভেঞ্জারময়ী’!

IMG 20211123 163149
অপরদিকে সিরিয়ালে অপহৃত হয়ে বাস্তবে বহাল তবিয়তে মুম্বইয়ে শুটিং করছেন রোহিত ওরফে টোটা রায়চৌধুরী। করন জোহরের আগামী ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র শুটিং করছেন তিনি। টোটা জানান, সিরিয়ালে এখন কী হচ্ছে না হচ্ছে তা তিনি জানেন না। তাই তিনিও জানেন না কবে ফিরতে পারবেন রোহিত সেন হয়ে। পুরোটাই চিত্রনাট‍্য লেখিকা লীনা গঙ্গোপাধ‍্যায় জানেন বলে মন্তব‍্য করেন টোটা।

Niranjana Nag

সম্পর্কিত খবর