সাবর্ণ রায়চৌধুরী বাড়িতে চারদিন ব্যাপী সঙ্গীত সম্মেলন, সুরেলা সন্ধ্যায় মোহাবিষ্ট শ্রোতারা

বাংলাহান্ট ডেস্ক : শীতের সন্ধ্যা মানেই বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান। আর তা যদি হয় কোনো বনেদি জমিদার বাড়িতে, তাহলে সংস্কৃতিমনা বাঙালির আর কী চাই! নতুন বছরের শুরুতেই খাস সাবর্ণ রায়চৌধুরী (Sabarna Roy Chowdhury) বাড়িতে আয়োজিত হয়েছে ‘সাবর্ণ সঙ্গীত সম্মেলন ২০২৪-২৫’। জানুয়ারির ২, ৩, ৪ এবং ৫ তারিখ ধরে বড়িশা, সখেরবাজারের বড়বাড়ি পুজোর দালানে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন।

সাবর্ণ রায়চৌধুরী (Sabarna Roy Chowdhury) বাড়িতে আয়োজিত সঙ্গীত সম্মেলন

বড়িশার সাবর্ণ রায়চৌধুরী (Sabarna Roy Chowdhury)বাড়ির ঐতিহ্য সম্পর্কে সকলেই ওয়াকিবহাল। কলকাতায় সবথেকে পুরনো দু্র্গাপুজোর প্রসঙ্গ উঠলে সবার প্রথমে নাম আসে তাঁদের। এবার সেই সাবর্ণ রায়চৌধুরী (Sabarna Roy Chowdhury) পরিবারের তরফেই আয়োজন করা হয়েছে চারদিন ব্যাপী সাংষ্কৃতিক সন্ধ্যার, যার আজ শেষ দিন।

Sangeet sammelan organized at sabarna roy chowdhury family

থাকছেন বিশেষ মুখ্য অতিথি: সাবর্ণ সঙ্গীত সম্মেলন ২০২৪-২৫ (Sabarna Roy Chowdhury) এর মুখ্য অতিথি হিসেবে মঞ্চ আলোকিত করেছেন বড়িশা রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী প্রভাসনন্দজি মহারাজ। আর বিশেষ অতিথি রূপে এসেছিলেন সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির চ্যান্সেলর শ্রী সত্যম রায় চৌধুরী।

আরো পড়ুন : ভুয়ো অডিশনের ফাঁদে পড়ে খুইয়েছেন টাকা, সিরিয়ালে প্রথম সুযোগটা কীভাবে পেলেন ‘রাই’ আরাত্রিকা

নাচে গানে মাতোয়ারা সন্ধ্যা: চার দিন ধরে বিভিন্ন সাংষ্কৃতিক অনুষ্ঠান দিয়ে সাজানো হয়েছে সাবর্ণ সঙ্গীত সম্মেলন (Sabarna Roy Chowdhury)। প্রথম দিনেই অনুষ্ঠানের শুভ সূচনা হয় স্তোত্র পাঠ দিয়ে। সন্তুর, সেতার, তবলার সুর-তালের মূর্চ্ছনায় এক অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে প্রতিদিন। প্রথম দিন সন্তুরে ছিলেন পিনাক ভট্টাচার্য, তবলায় পণ্ডিত সমর সাহা, সেতারে অভিষেক মল্লিক। জয়িতা চৌধুরী এবং শ্রীমতী সুলগ্না বন্দ্যোপাধ্যায়ের সঙ্গীত-কত্থক ছিল বিশেষ আকর্ষণ।

আরো পড়ুন : ‘তিনটে পরোটা আর আনলিমিটেড তরকারি…’ ভাইরাল রাজুদার ওয়েব সিরিজ ডেবিউ! কোন প্ল্যাটফর্মে আসছে?

দ্বিতীয় দিনে সরোদে ছিলেন কৌশিক ভট্টাচার্য, বাঁশি এবং তবলায় ছিলেন সুদীপ চট্টোপাধ্যায় এবং উজ্জ্বল ভারতী। এদিন ওড়িশি নৃত্য পরিবেশন করেন গুরু সঞ্চিতা ভট্টাচার্য ও নৃত্যগোষ্ঠী। তৃতীয় দিনে শ্রীমতী প্রিয়াঙ্কা চট্টোপাধ্যায়ের স্তোত্র পাঠের পর বাঁশি-সন্তুরের সুরে ভেসেছেন শ্রোতারা। এদিন কত্থক পরিবেশন করেছেন প্রেরণা সেন্টার ফর পারফর্মিং আর্টস। শেষদিন ৫ ই জানুয়ারি স্তোত্র পাঠে থাকছেন অন্তরা মুখোপাধ্যায়। কণ্ঠে স্বামী কৃপাকরনন্দ মহারাজ, সন্তুরে বিনয় দেশী, তবলায় পণ্ডিত কুমার বসু, হারমোনিয়ামে পণ্ডিত ধর্মনাথ মিশ্র এবং কণ্ঠে বিদূষী মালিনী অবস্তি।

Sangeet sammelan organized at sabarna roy chowdhury family

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর