বাংলাহান্ট ডেস্ক : সলমন খান (Salman Khan) এমন একজন অভিনেতা যাঁর ব্যক্তিগত জীবনটা সিনেমার থেকেও বেশি হ্যাপেনিং। তরুণ বয়স থেকেই একাধিক নারীসঙ্গ করেছেন তিনি। বহুবার প্রেম এসেছে তাঁর জীবনে। কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকেনি কোনোটাই। তাই ৬০ এর দোরগোড়ায় এসেও বলিউডের ব্যাচেলর অভিনেতা সলমন (Salman Khan)। তবে প্রেম ভাঙলেও কয়েকজন প্রাক্তন প্রেমিকাদের সঙ্গে এখনো ভালো সম্পর্ক রয়েছে তাঁর। আর এই তালিকায় সর্বপ্রথম নাম আসবে সঙ্গীতা বিজলানির।
কেন ভেঙেছিল সলমন (Salman Khan) এবং সঙ্গীতার বিয়ে
সলমন (Salman Khan) এবং সঙ্গীতার প্রাক্তন সম্পর্কের কথা কারোরই অজানা নয়। এমনকি শোনা যায়, বিয়ে পর্যন্তও করে গড়িয়েছিল তাঁদের। কিন্তু ছাদনাতলা পর্যন্ত আর পৌঁছে উঠতে পারেননি দুজনে। কেন ভেঙেছিল তাঁদের সম্পর্ক? এর জন্য তৃতীয় ব্যক্তির জড়িত থাকার কথাই শোনা যায়। তবে এই তৃতীয় ব্যক্তিটি কে তা নিয়ে ধন্দ রয়েছে। শোনা গিয়েছিল, সলমনের (Salman Khan) বন্ধু অভিনেতা জ্যাকি শ্রফের সঙ্গে নাকি ঘনিষ্ঠতা বেড়েছিল সঙ্গীতার। তবে সবথেকে বেশি যে নামটা শোনা যায় তা হল সোমি আলি।
মুখ খুললেন অভিনেত্রী: এই পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে সলমনের (Salman Khan) প্রেমের কারণেই নাকি সঙ্গীতার সঙ্গে বিয়েটা ভেঙেছিল। সম্প্রতি ইন্ডিয়ান আইডলে অতিথি হয়ে এসে সঙ্গীতা নিজেও মুখ খোলেন এ বিষয়ে। এক প্রতিযোগী তাঁকে প্রশ্ন করেছিল, সঙ্গীতা এবং সলমনের (Salman Khan) বিয়ের কার্ড ছাপানো হয়ে গিয়েছিল। একথা কি সত্যি?
আরো পড়ুন : ভারতীয়দের অভিবাসন নীতি নিয়ে মনোমালিন্য! চিড় ধরল ট্রাম্প-মাস্কের বন্ধুত্বে
কে ছিলেন তৃতীয় ব্যক্তি: বিয়ের অভিনেত্রী হাসিমুখেই জবাব দিয়েছিলেন, সত্যিই তাঁদের বিয়ের কার্ড ছাপানো হয়ে গিয়েছিল। কিন্তু বিয়ের এক মাস আগেই ভেস্তে যায় সবকিছু। তিনি সরাসরি কারোর নাম না নিলেও সোমির জন্যই যে তাঁদের বিয়ে ভেঙেছিল সেটা স্পষ্ট হয়ে গিয়েছিল সঙ্গীতার হাবভাবে।
আরো পড়ুন : নাটকের শেষ নেই! জোর করে ঢুকে পড়েন বিপাশা, স্মৃতি হাতড়ে ‘জঘন্য’ বললেন মিকা!
সোমি নিজেও অবশ্য স্বীকার করেছিলেন একথা। জানা যায়, ১৯৯৪ সালের ২৭ শে মে বিয়ে হওয়ার কথা ছিল সলমন (Salman Khan) এবং সঙ্গীতার। সোমি জানিয়েছিলেন, তিনি যখন একটি দু কামরার ঘরে থাকতেন, তখন সলমন (Salman Khan) প্রায়ই তাঁর বাড়ির পাইপ বেয়ে উঠে দেখা করতে আসতেন। কিন্তু একদিন এই নৈশ অভিসার করতে গিয়েই সঙ্গীতার কাছে হাতেনাতে ধরা পড়েন সলমন (Salman Khan)। ভেঙে যায় তাঁদের সম্পর্ক। ভেস্তে যায় বিয়েও।