বিয়ে নিয়ে ভুল তথ্য দিয়েছে নুসরত, স্পিকারকে চিঠি দিলেন বিজেপি সাংসদ

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ নুসরতের (Nusrat Jahan) বিরুদ্ধে এবার লোকসভার স্পিকারের দ্বারস্থ হলেন বিজেপি সাংসদ সংঙ্ঘমিত্রা মৌর্য (Sanghmitra Maurya)। বৈবাহিক জীবন প্রসঙ্গে লোকসভায় বিভ্রান্তিকর তথ্য পেশ করার জন্য, নুসরতের বিরুদ্ধে চিঠি দিলেন স্পিকার ওম বিড়লাকে (Om Birla)। পাশাপাশি লোকসভার এথিকস কমিটিকে ঘটনার তদন্ত করার জন্যও আর্জি জানালেন।

কিছুতেই যেন কাটাছেঁড়া থামছে না তারকা সাংসদ নুসরত জাহানের ব্যক্তিগত সম্পর্কে নিয়ে। বর্তমান সময়ে হটকেক খবর- ‘অন্তঃসত্ত্বা নুসরত’। তুরস্কে ধুমধাম করে বিয়ে পর দেড় বছরের মধ্যেই স্বামীর থেকে আলাদা থাকা থেকে শুরু করে অভিনেতা যশের সঙ্গে নতুন করে সম্পর্কে জড়িয়ে পরা। তারউপর অন্তঃসত্ত্বা নুসরত দাবি করেছেন, নিখিলে সঙ্গে তাঁর বিয়ে নাকি আইনসিদ্ধ নয়, তাঁরা এতদিন ‘লিভ ইন করেছেন’।

আর তারপর থেকেই নানাভাবে নানা সমালোচনার তির ছুটে এসেছে নুসরতের দিকে। একদিকে স্যোশাল মিডিয়ায় নেটিজনরা যেমন কুমন্তব্যে ভরিয়ে দিচ্ছে নুসরতকে, তেমনই অন্যদিকে বসিরহাটের তৃণমূল সাংসদের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি দিলেন উত্তরপ্রদেশের বদায়ুনের বিজেপি সাংসদ সংঙ্ঘমিত্রা মৌর্য। নুসরতের ব্যক্তিগত জীবন নিয়ে তাঁর কোন আগ্রহ না থাকলেও, বৈবাহিক জীবন সম্পর্কে লোকসভায় বিভ্রান্তিকর তথ্য দেওয়ার জন্য স্পিকারের দারস্থ হলেন তিনি।

চিঠি তিনি লেখেন, ‘লোকসভায় শপথ গ্রহণের সময় স্বামী হিসেবে নিখিল জৈনের নাম উল্লেখ করে, নিজেকে নুসরত জাহান রুহি জৈন বলে দাবি করেছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ। তবে সম্প্রতি নিজের বৈবাহিক জীবন সম্পর্কে নুসরতের বিবৃতির সঙ্গে, সেইসময়কার তথ্যের কোন মিল নেই। ২০১৯ সালের ২৫ শে জুন শাড়ি, শাখা, সিঁদুর পরে হিন্দু নববধূর সাজে শপথ নেওয়ার সময় কট্টরপন্থীদের রোষের মুখে পড়লেও, নুসরতের পাশে ছিল সাংসদদের একটা বড় অংশ। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছিল নুসরতের রিসেপশনে’।

X