‘আল্লাহ দয়া করো …’ ডিভোর্সের পর ফের ভাঙল মন! সানিয়ার পোস্ট দেখে চোখে জল নেটিজেনদের

বাংলাহান্ট ডেস্ক : ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা বিভিন্ন কারণে থাকেন খবরের শিরোনামে। সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে একটি আবেগপূর্ণ পোস্ট করেছেন। এই পোস্টে তিনি গাজার একটি পরিবারের করুণ অবস্থার কথা তুলে ধরেছেন। বিবাহ বিচ্ছেদের নতুনভাবে জীবন শুরু করেছেন সানিয়া।

কয়েক মাস আগে বিবাহ বিচ্ছেদ হয়েছে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা ও পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের। বিবাহবিচ্ছেদের পর সানিয়া মির্জা ব্যাপক পরিমাণ সমর্থন পেয়েছেন তাঁর ভক্তদের কাছ থেকে। প্রতিটা মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় অনুগামীরা সানিয়ার পাশে থাকার বার্তা দিয়েছেন।

আরোও পড়ুন : এগিয়ে আসছে সময়! হু হু করে নামবে পৃথিবীর জনসংখ্যা, প্রকাশ্যে এল চমকে দেওয়া তথ্য

একমাত্র ছেলেকে নিয়ে জীবন গোছাতে ব্যস্ত তিনি। সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ সানিয়া মির্জা। সম্প্রতি ইনস্টাগ্রামে তিনি গাজার একটি পরিবারের গল্প তুলে ধরেছেন। ইনস্টাগ্রামে সানিয়া লিখেছে, ‘১৪ ঘণ্টা উপবাসের পর গাজার একটি পরিবার শুধু লেবু আর রান্না করা ঘাস খেয়ে উপবাস ভঙ্গ করেছেন। হ্যাঁ, শুধু ঘাস!’

screenshot 2024 03 19 15 02 33 03 99c04817c0de5652397fc8b56c3b3817

এর সাথে সানিয়া মির্জা একটি হার্ট ব্রোকেন ইমোজিও দিয়েছেন পোস্টে। গোটা বিশ্বজুড়ে চলছে রমজান মাস। এই সময় ধর্মপ্রাণ মুসলিমরা রমজানের রোজা রাখেন। গাজার একটি পরিবার এতটাই হতদরিদ্র যে তারা রমজানের উপবাস ভঙ্গ করেছেন লেবু আর ঘাস খেয়ে। এই করুণ অবস্থার কথা সানিয়া তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়।


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর