অভিনব উদ্যোগ! এবার কন্যাশ্রী ক্লাবে তৈরি হবে স্যানিটারি ন্যাপকিন

বাংলা হান্ট ডেস্ক : যেভাবে স্যানিটারি ন্যাপকিন নিয়ে যেভাবে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে তাতে স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের ক্ষেত্রে অনেকসময় বিধি নিষেধ মেনে চলতে হয় ঋতুমতী মহিলাদের। এতদিন অবধি বিভিন্ন কোম্পানি স্যানাটির ন্যাপকিন বানিয়ে আসছিল। বিভিন্ন কোম্পানির নামে বিভিন্ন রকমের ও দামের স্যানিটারি ন্যাপকিন রয়েছে।

তবে এবার সেই স্যানিটারি ন্যাপকিন বানাবে কন্যাশ্রী ক্লাবের সদস্যরা। বর্ধমান জেলা প্রশাসন এবং মুম্বাইয়ের একটি সংস্থার যৌথ উদ্যোগে এই স্যানাটারি ন্যাপকিন তৈরি করা হবে কন্যাশ্রী ক্লাবের মধ্যে। জানা গিয়েছে  স্কুলের পড়ুয়াদের স্যানিটারি ন্যাপকিনের চাহিদা মেটানোর জন্য এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে স্কুলের ছাত্রীদের দিয়ে এই কন্যাশ্রী ক্লাবে স্যানিটারি ন্যাপকিন তৈরি করা হবে।

এর আগে বর্ধমানের কেন্দ্রীয় সংশোধনাগারের মহিলাদের দিয়ে স্যানিটারি ন্যাপকিন বানানো হত। এবার সেই কাজ করা হবে স্কুলের পড়ুয়াদের দিয়ে। তবে সমস্ত ক্লাবগুলিকে নয় বর্ধমানের বেশ কিছু বাছাই করা ক্লাবে দেওয়া হবে দায়িত্ব। তার মধ্যে প্রাথমিক পর্যায়ে মেমারির কয়েকটি স্কুলকে হয়েছে।

তবে বাজারের থেকে এই ন্যাপকিনের মান অনেক ভালো হবে এবং দামও অনেক কম হবে বলেই শোনা গিয়েছে। তবে এর আগে বর্ধমানের সংশোধনাগারে আবাসিকদের তৈরি ন্যাপকিন দেওয়া হত স্কুলের ছাত্রীদের। কিন্তু এবার কন্যাশ্রী ক্লাবের মাধ্যমে তৈরি করে তা সকলকে দেওয়া হবে।


সম্পর্কিত খবর