সুশান্তের ‘কিজি’ এবার আদিত‍্য রয় কাপুরের নায়িকা, দ্বিতীয় ছবি নিয়ে ফিরছেন সঞ্জনা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) শেষ ছবি ‘দিল বেচারা’র নায়িকা সঞ্জনা সাঙ্ঘিকে (sanjana sanghi) মনে আছে নিশ্চয়ই। দিল বেচারা মুক্তি পাওয়ার পরেই বলিউডকে (bollywood) সাময়িক বিদায় জানিয়ে মুম্বই ছেড়ে চলে যান তিনি। তবে একদিন ঠিকই ফেরত আসার আশ্বাসও দিয়ে যান অনুরাগীদের।

অবশেষে ডেবিউ ছবির পর ফের বড়পর্দায় ফিরছেন সুশান্তের ‘কিজি বাসু’। তবে এবার আদিত‍্য রয় কাপুরের (aditya roy kapoor) নায়িকা হয়ে। আদিত‍্যর আগামী ছবিতে মূল অভিনেত্রীর চরিত্রে দেখা যেতে চলেছে সঞ্জনাকে। ছবির নাম ‘ওম: দ‍্য ব‍্যাটল উইদিন’। আর এই খবর নিজেই নিশ্চিত করেছেন সঞ্জনা।


এক সংবাদ সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে আদিত‍্যর সঙ্গে দ্বিতীয় ছবি করার কথা জানান অভিনেত্রী। ইতিমধ‍্যেই বেশ কিছু চিত্রনাট‍্য তিনি পড়ে ফেলেছেন। কিন্তু কোনোটাই তেমন মনে ধরেনি। শেষমেষ এই ছবির চিত্রনাট‍্য বেশ পছন্দ হয়েছে বলে জানান সঞ্জনা। উপরন্তু কমার্শিয়াল ছবি হিসাবে যে এটি বেশ সফল হবে সেই আশাও ব‍্যক্ত করেন তিনি।

সঞ্জনা আরো বলেন, ছবিতে তাঁর চরিত্রটি এর আগে কোনো বলিউড ছবিতে দেখা যায়নি। একজন ভারতীয় নারী নিজেকে যেমন ভাবে দেখতে চান এই চরিত্রটি ঠিক তেমনই বলে মন্তব‍্য করেন সঞ্জনা। উপরন্তু ছবিতে তাঁর বেশ কয়েকটি অ্যাকশন দৃশ‍্যও রয়েছে বলে জানান সঞ্জনা। সব মিলিয়ে বেশ চমক নিয়ে আসছে সঞ্জনা আদিত‍্যর ‘ওম: দ‍্য ব‍্যাটল উইদিন’।

ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন কপিল ভার্মা। প্রযোজনায় রয়েছেন আহমেদ খান ও তাঁর স্ত্রী শায়রা খান। আগামী মাসেই ছবির শুটিং শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে। ‘ওম: দ‍্য ব‍্যাটল উইদিন’ মুক্তি পাবে আগামী বছরে। এই ছবিতে সঞ্জনার চরিত্রে নাম কাব‍্যা। তবে আদিত‍্য রয় কাপুরের চরিত্র সম্পর্কে এখনো জানা যায়নি।

X