বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি পিনকন ও টাওয়ার গ্রুপের মামলায় শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি (ED)। অভিযান চলেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) আইনজীবী তথা সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সিল সঞ্জয় বসুর (Sanjay Basu) বাড়িতেও। একটানা ২২ ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। জানা গিয়েছে এদিন ফের তাকে তলব করেছে ইডি।
সঞ্জয়বাবুকে বারংবার ইডি তলব করায় এবার রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের (High Court) দ্বারস্থ হলেন আইনজীবী। সূত্রের খবর, তার আবেদনে সাড়া দিয়েছে আদালত। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের এজলাসে এদিন সেই মামলার শুনানিতে ইডি নিজের বক্তব্য জানানোর জন্য সময় চেয়েছে। বুধবার, মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সঞ্জয়ের দাবি, ইডি বারবার তাকে নোটিস পাঠাচ্ছে। বুধবার ফের আইনজীবীকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পাল্টা চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছেন সঞ্জয় বসু। তবে প্রশ্ন উঠছে, ইডি তলব করতেই কেন রক্ষাকবচ চাইলেন সঞ্জয়? তবে কী তিনি আশঙ্কা করছেন ইডি তাকে গ্রেফতার করবে?
প্রসঙ্গত, সঞ্জয়ের বাড়িতে ইডির তল্লাশি অভিযান নিয়ে যা ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে ২ মার্চ দুপুরে নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী। বলেছিলেন, ‘ওরা (ইডি) গতকাল সঞ্জয়ের বাড়িতে ঢুকেছিল। আজ মেঘালয়ে ফল ঘোষণা পর্যন্ত ছিল।” জানিয়ে রাখি, ২ মার্চ পাহাড়ের রাজ্য মেঘালয়ের ফলাফল যখন প্রায় সকলের সামনে জলের মতো পরিষ্কার, তখন আইনজীবীর বাড়ি থেকে বেরিয়ে যান ইডির তদন্তকারীরা।
সেই সময় সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী আরও বলেন, “সঞ্জয় রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সিল। সরকারের অনেক কাগজ স্বাভাবিক ভাবেই ওর কাছে থাকে। ও আমারও আইনজীবী। ওকে আমি জিজ্ঞেস করেছি, এত তল্লাশি করে কী কী পেল? উত্তরে ও বলল, কিচ্ছু পায়নি। শুধু আপনাদের কথা জিজ্ঞেস করছিল।”