ইন্ডিয়া টিমের ব্যাটিং কোচের চাকরি খুইয়ে নির্বাচকের সঙ্গে উত্তপ্ত বাক্যালাপে জড়িয়ে পড়লেন সঞ্জয় বাঙ্কার।

ইংল্যান্ডে 2019 বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দল দারুন পারফর্মেন্স করলেও সেমিফাইনালে ভারতীয় ব্যাটিং বিপর্যয় নেমে আসে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ছোট টার্গেট পূরণ করতে নেমে যেন ধস নেমে আসে ভারতীয় ব্যাটিং লাইন আপে। ভারতীয় দলের এই ব্যাটিং বিপর্যয়ের দায় পুরোপুরিভাবে ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্কারের উপর চাপিয়ে দিয়েছে বিসিসিআই আর তারপর থেকেই শোনা যাচ্ছে এবার নাকি সঞ্জয় বাঙ্কার কে ভারতীয় ব্যাটিং কোচের পদ থেকে ছেঁটে ফেলা হবে। এই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত কিছু হয়নি কিন্তু তার আগেই উদ্বিগ্ন বাক্য বিনিময় জড়িয়ে পড়লেন প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান তথা ভারতের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্কার।

2014 সালে ভারতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পান সঞ্জয় বাঙ্কার। তারপর থেকে উনি খুব সুন্দর ভাবে ভারতীয় ব্যাটিং লাইন আপ কে সাজিয়ে তোলেন এবং পান সাফল্য। কিন্তু তার সেই সুন্দর কেরিয়ারে দাগ পড়ে 2019 বিশ্বকাপের সেমি ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং বিপর্যয়ের পর। ভারতের নির্বাচকরা সেই দায় পুরোপুরি ভাবেই ভারতীয় ব্যাটিং কোচের উপর চাপিয়ে দেন এবং তারপরে তাকে ভারতীয় ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দিয়ে নতুন ব্যাটিং কোচ  বিক্রম রাঠোর কে নিযুক্ত করা হয় ক্যারিবিয়ান সফরের জন্য।

   

134520774 91823a8ce907bb9e5257af23aaa637ea91823a8ce907bb9e5257af23aaa637ea

বিশ্বকাপের পর নতুন করে টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ নিযুক্ত করার জন্য বিসিসিআই একটি বিজ্ঞপ্তি জারি করে। সেটি দেখার পরে অনেক জন ইন্ডিয়ার ব্যাটিং কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করে এবং আবেদনপত্র জমা করে বিসিসিআই এর কাছে। এরপর বিসিসিআই সবার সাক্ষাৎকার নিলেও সঞ্জয় বাঙ্কারকে সেই এই তালিকা থেকে বাদ দেয়।

আর এরপরই উত্তেজিত অবস্থায় সঞ্জয় বাঙ্কার নির্বাচন কমিটির রুমে প্রবেশ করেন এবং সেই সময় সেখানে উপস্থিত ছিলেন ভারতীয় দলের নির্বাচক দেবাং গান্ধী। তাকে সরাসরি বলেন এই ভাবে অযৌক্তিক ভাবে তাকে কেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হল, এটা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। এছাড়াও তিনি দাবি করেন তাকে যেন ন্যাশানাল ক্রিকেট একাডেমিতে অন্তর্ভুক্ত করা হয়।

তারপরই বিসিসিআই জানিয়ে দেয় তারা সঞ্জয় বাঙ্কারের এইরূপ আচরণে মোটেও খুশি নন। এর বিরুদ্ধে উপযুক্ত ব্যাবস্থা নেওয়া হবে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর