বাংলাহান্ট ডেস্ক: বলিউডের স্পষ্টবক্তা অভিনেতাদের প্রসঙ্গ উঠলে সঞ্জয় দত্তের (Sanjay Dutt) নাম থাকবে তালিকার শুরুতেই। ব্যক্তিগত এবং পেশাগত জীবনে অগুন্তি বিতর্কে জড়িয়েছেন তিনি। অনেক কিছু দেখেছেন তিনি জীবনে। এই সমস্ত অভিজ্ঞতা তাঁকে দৃঢ় করেছে, স্পষ্ট কথা স্পষ্ট ভাবে বলতে শিখিয়েছে।
দীর্ঘ অভিনয় কেরিয়ারে বহু ছবিতে কাজ করেছেন সঞ্জয়। অনেক হিট, সুপারহিট ছবি রয়েছে তাঁর ঝুলিতে, যার মধ্যে অন্যতম ‘খল নায়ক’। ১৯৯৩ এ মুক্তি পেয়েছিল সুভাষ ঘাই পরিচালিত ছবিটি। মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত, জ্যাকি শ্রফ, রাখি গুলজারের মতো অভিনেতা অভিনেত্রীরা।
এখন তো অনেক পুরনো ছবি, গানের রিমেক হচ্ছে। হিটও হচ্ছে সেসব সিনেমা। খল নায়কের যদি রিমেক বানানো হয় তবে এই প্রজন্মের কোন অভিনেতাকে একেবারেই নিজের ভূমিকায় দেখতে চাইবেন না সঞ্জয়? প্রশ্ন করা হয়েছিল অভিনেতাকে। সঙ্গে অপশন হিসাবে দেওয়া হয়েছিল রণবীর কাপুর, রণবীর সিং এবং ভিকি কৌশলের নাম।
সঞ্জয় সঙ্গে সঙ্গে বলে ওঠেন, ‘রণবীর সিং। ও তো আজকাল পোশাকই পরে না!’ কমেডি শো ‘কেস তো বনতা হ্যায়’ তে অতিথি হয়ে এসেছিলেন ‘সঞ্জুবাবা’। সেখানেই এমন প্রশ্নের সম্মুখীন হন তিনি। অভিনেতার উত্তরে হেসে ফেলেন সেটে উপস্থিত সকলেই।
প্রসঙ্গত, সঞ্জয়কে শেষবার দেখা গিয়েছে রণবীর কাপুর অভিনীত ‘শামশেরা’ ছবিতে। খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। কিন্তু বক্স অফিসে সাফল্যের মুখ দেখতে পায়নি ছবিটি। তার আগে অবশ্য কন্নড় ব্লকবাস্টার ছবি ‘কেজিএফ চ্যাপ্টার ২’ তে দুর্দান্ত খলনায়ক অধীরার ভূমিকায় অভিনয় করে সবার প্রশংসা কুড়িয়েছিলেন সঞ্জয়।