বাংলাহান্ট ডেস্ক: করোনা বিচ্ছিন্ন করে দিয়েছে সঞ্জয় দত্ত (Sanjay dutt) ও তাঁর পরিবারকে। অভিনেতা রয়েছেন মুম্বইতে। অপরদিকে লকডাউনের (lockdown) জেরে দুবাইতে আটকে পড়েছেন স্ত্রী মান্যতা ও দুই ছেলে মেয়ে। স্বাভাবিক ভাবেই তাঁদের চিন্তাতেই এখন দিন কাটছে সঞ্জয়ের। তাই বাড়িতে বসে বিভিন্ন কাজের নিজেকে ব্যস্ত রাখছেন তিনি।
কখনও শরীরচর্চা করছেন আবার কখনও আগামী ছবির সংলাপ আগেভাগে মুখস্থ করে রাখছেন। এই পরিস্থিতির প্রসঙ্গে এক সংবাদপত্রের সঙ্গে সাক্ষাৎকারে সঞ্জুবাবা বলেন, “এই সময়টাকে নিজের ব্যাটারি চার্জ করতে কাজে লাগাচ্ছি। পর্যাপ্ত বিশ্রাম নিচ্ছি ও আগামী চরিত্রগুলোর জন্য নিজেকে তৈরি করছি। ভার্চুয়ালি পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেও অনেক সময় কাটছে। যখন লকডাউন ঘোষনা হয় তখন মান্যতা ও ছেলে মেয়েরা দুবাইতে। অতীতে একটা সময় দীর্ঘদিন লকডাউনে কাটিয়েছি। তখনও পরিবারকে মিস করতাম, এখনও করছি। কিন্তু ভার্চুয়ালি যুক্ত আছি তাদের সঙ্গে। সারাদিনে অনেকটা সময় কাটাই ওদের সঙ্গে। তার জন্য টেকনোলজিকে ধন্যবাদ।”
অভিনেতা আরও বলেন, এই সময়টা শিখিয়েছে জীবন কতটা ভঙ্গুর, কাছের মানুষগুলোর গুরুত্ব বুঝিয়েছে। এখনও ভিডিও কলে কথা হলেও পিতা ও স্বামী হিসাবে স্ত্রী সন্তানের জন্য দুশ্চিন্তা লেগেই রয়েছে সঞ্জয়ের। তারই মাঝে সন্তানদের সঙ্গে ভিডিও কলে খুনসুটি করে মন ভাল রাখছেন তিনি।
https://www.instagram.com/p/B-Wdp9gHwbZ/?igshid=j07q4j8pwtvb
এই প্রসঙ্গেই অতীত জীবনের কথা তোলেন অভিনেতা। ১৯৯৩ সালে মুম্বই হামলা ও বিষ্ফোরনের ঘটনার পর সঞ্জয় দত্তের বিরুদ্ধে অভিযোগ ওঠে হামলাকারীদের কাছ থেকে অবৈধ অস্ত্র কিনেছেন তিনি। জেলে যেতে হয় তাঁকে। চার বছর তিন মাস আট ফুট বাই দশ ফুটের একটি সেলে কাটিয়েছেন অভিনেতা। তাই করোনার জন্য এই রকডাউন তাঁর কাছে খুব একটা নতুন নয় বলেই জানান সঞ্জয় দত্ত।