ঈশান কিষানকে দলে জায়গা দিতে এই বড় আত্মত্যাগ করবেন কোহলি! মত প্রাক্তন ক্রিকেটারের  

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ থেকে হায়দরাবাদের মাটিতে কেন উইলিয়ামসন (Kane Williamson) হীন নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New zealand) ওডিআই সিরিজের অভিযান শুরু করবে রোহিত শর্মার (Rohit Sharma) ভারতীয় দল (Team India)। বেশ কিছু নামি তারকা এই সিরিজে অনুপস্থিত থাকবেন। তাদের বদলে ওডিআই ফরমেটে এখনো বেশি সুযোগ না পাওয়া কয়েকজন ভারতীয় ক্রিকেটারকে সুযোগ দেবেন অধিনায়ক রয়েছে।

তাদের মধ্যেই একজন হলেন ঈশান কিষান (Ishan Kishan)। অসম্ভব প্রতিভাবান হওয়া সত্বেও কম্পিটিশনের কারণে এখনো ভারতীয় দলের তিনি নিয়মিত হয়ে উঠতে পারেননি। শেষবার যখন তিনি জাতীয় দলের জার্সি গায়ে ওডিআই ফরম্যাটে খেলেছিলেন, তখন চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে ওডিআইতে দ্বিশতরান করার গৌরব অর্জন করেছিলেন।

   

কিন্তু শুভমান গিল ধারাবাহিকভাবে গোটা বছর জুড়ে ভালো ক্রিকেট খেলায় শ্রীলঙ্কার বিরুদ্ধে ঈশানের বদলে তাকেই নিজের ওপেনিং পার্টনার বেছে নিয়েছিলেন রোহিত শর্মা। ওই সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন শুভমান গিল। তাই তাকে আপাতত বাদ দেওয়ার প্রশ্ন আসছে না। কিন্তু লোকেশ রাহুলের অনুপস্থিতিতে উইকেট রক্ষক হিসাবে ঈশান কিষানের খেলাটাও নিশ্চিত।

ishan kishan 200

এখন সমস্যা হল যদি রোহিত এবং গিল একসাথে ওপেন করেন তাহলে ঈশান কোথায় ব্যাট করবেন? তিনি বরাবরই টপ অর্ডারে বিশেষ করে ওপেনিংয়ে খেলে অভ্যস্ত। এমন অবস্থায় তাকে মিডল অর্ডারে খেলানো অসম্ভব। এবার এই অবস্থার একটা সম্ভাব্য সমাধানের কথা বলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মাঞ্জেরেকর।

তিনি মনে করেন যে রোহিত যদি ঈশানের সাথে ওপেন করতে নামে তাহলে শুভমান গিল তিন নম্বরে ব্যাট করতে পারে। সেক্ষেত্রে বিরাট কোহলিকে নিজের স্বাভাবিক ব্যাটিং অর্ডার ছেড়ে চার নম্বরে ব্যাট করতে হবে। প্রাক্তন ভারতীয় অধিনায়ক কি সেটা করতে রাজি হবেন? সঞ্জয় মাঞ্জরেকরের মতে বিরাট কোহলির নিজের কেরিয়ারের শুরুর দিকে অনেকবারই চার নম্বরে ব্যাট করেছেন এবং সফলতাও পেয়েছেন। দলের প্রয়োজনে যদি তাকে আবার সেখানে ব্যাট করতে হয় তাহলে তার ব্যক্তিগতভাবে কোন অসুবিধা নেই বলেই মনে করছেন সঞ্জয়।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর