বাংলা হান্ট নিউজ ডেস্ক: হার্দিক পান্ডিয়ার চোট সারিয়ে ফেরার পর থেকে দুর্দান্ত ফর্মে রয়েছেন। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রেমে চোটের জন্য বল করতে পারেননি এবং তার পারফরম্যান্স খুব একটা বিশেষ ছিল না। চাই বিশ্বকাপের পর রিহ্যাব করে বেশ কিছুদিন সময় নিয়ে তিনি মাঠে ফিরে ছিলেন। আর তারপর থেকে ব্যাটিং হোক বা বোলিং, সব বিভাগেই নিজের দলের সম্পদ হয়ে উঠেছেন। মুহূর্তে ভারতীয় দলে তিনি প্রায় অপরিহার্য।
সবার প্রথমে আইপিএলে যখন মাঠে ফিরেছিলেন হার্দিক পান্ডিয়া তখন থেকেই তাঁর ব্যাট দুর্দান্ত ছন্দে কথা বলছে। তারপর যত আইপিএল গড়িয়েছে তার বোলিংয়েও ধীরে ধীরে উন্নতি হয়েছে। আইপিএল ফাইনালে দুরন্ত বোলিং করেছিলেন তিনি। এরপর ভারতীয় দলে ফিরে ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই দুর্দান্ত পারফরম্যান্স করে ভারতকে ম্যাচে জিতিয়েছেন। সদ্যসমাপ্ত ইংল্যান্ড বনাম ভারত ওডিআই সিরিজের সেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন তিনি।
একজন পিঞ্চ হিটার থেকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ অলরাউন্ডারে পরিণত হয়েছেন হার্দিক এবং তার এই পরিবর্তন দেখে স্তম্ভিত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার। খুব অল্পসময়ের মধ্যেই হার্দিকের খেলায় যে পরিণতিবোধ এসেছে তা ভারতীয় দলের পক্ষে খুবই লাভজনক হবে বলেও মনে করছেন তিনি।
সঞ্জয় মাঞ্জরেকারের মতে গুজরাট টাইটানস এর অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ায় হার্দিকের কেরিয়ারের টার্নিং পয়েন্ট হতে চলেছে। অধিনায়ক হিসেবে মাঠে নামায় তার দায়িত্ববোধ বেড়েছে এবং তার ফলে তার খেলার উন্নতি ঘটেছে। এই মুহূর্তে হার্দিক পান্ডিয়াকে একজন সম্পূর্ণ ক্রিকেটার বলেও মনে করছেন সঞ্জয় মাঞ্জরেকার।