বাংলাহান্ট ডেস্ক: পাক অধিকৃত কাশ্মীরের (POK) সঙ্গে মুম্বইয়ের (mumbai) তুলনা করায় সংঘাত চরমে উঠেছে কঙ্গনা রানাওয়াত (kangana ranawat) ও শিবসেনা (shiv sena) নেতা সঞ্জয় রাউতের (sanjay raut) মধ্যে। বিবাদ ক্রমেই জোরালো হচ্ছে। এরই মাঝে কঙ্গনাকে ‘হারামখোর’ বলে গালি দেওয়ায় সঞ্জয় রাউতকে তীব্র ভর্ৎসনা করেছেন অভিনেত্রী দিয়া মির্জা। পাল্টা শিবসেনা নেতার দাবি, কঙ্গনা ক্ষমা চাইলে তবেই তিনি ক্ষমা চাইবেন।
সম্প্রতি কঙ্গনার বক্তব্য নিয়ে এক সংবাদমাধ্যম সঞ্জয় রাউতকে প্রশ্ন করলে তিনি ক্যামেরার সামনেই অভিনেত্রী ‘হারামখোর’ বলে গালিগালাজ করেন। তিনি আরও বলেন, সব পার্টি মিলিত ভাবে কঙ্গনার মুম্বইতে প্রবেশ আটকাবে। শিবাজি মহারাজের অপমান করেছেন আভিনেত্রী। শিবসেনা নেতার এই মন্তব্যের পরেই ক্ষিপ্ত হয়ে ওঠে নেটিজেনদের একাংশ। কাউকে এভাবে গালিগালাজ কিভাবে করতে পারেন তিনি, উঠতে থাকে প্রশ্ন।
অভিনেত্রী দিয়া মির্জা দাবি করেন, এমন অশ্লীল ভাষার জন্য কঙ্গনার কাছে ক্ষমা চাওয়া উচিত সঞ্জয় রাউতের। টুইটে তিনি লেখেন, ‘হারামখোর শব্দটি ব্যবহারের জন্য তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সঞ্জয় রাউত স্যর, আপনার অসন্তোষ প্রকাশ সবরকম অধিকার আছে কঙ্গনা যা বলেছেন তার জন্য কিন্তু এমন ভাষা ব্যবহার করার জন্য আপনার ক্ষমা চাওয়া উচিত।’
Strongly condemn the word ‘haramkhor’ used by @rautsanjay61. Sir you have every right to express your displeasure for what Kangana has said but you must apologise for using such language. https://t.co/6uY3AObCcw
— Dia Mirza (@deespeak) September 5, 2020
শনিবার এক টুইটার ব্যবহারকারীর তাঁকে সমর্থন করে করা টুইটের উত্তরে কঙ্গনা লেখেন, ‘২০০৮ এ মুভি মাফিয়ারা আমাকে সাইকো তকমা দেয়, ২০১৬ তে বলা হল আমি ডাইনি, ২০২০ তে মহারাষ্ট্রের মন্ত্রী জনসমক্ষে আমাকে হারামখোর মহিলা বলে সম্বোধন করলেন। কারন একটা খুনের পর আমি বলেছি মুম্বইতে আমি সুরক্ষিত বোধ করছি না। বিতর্কের যোদ্ধারা এখন কোথায়?’
In 2008 Movie Mafia declared me a Psycho, in 2016 they called me a Witch and Stalker in 2020 Maharashtra Minister publicity gave me the title of Haramkhor Ladki, because I said after a murder I feel unsafe in Mumbai, where are INTOLERANCE debate warriors? https://t.co/me91rxsShr
— Kangana Ranaut (@KanganaTeam) September 5, 2020
এর আগে একটি টুইটে কঙ্গনা বলেন, ‘একজন বড় তারকার খুনের পর আমি মাদক চক্র ঐ মুভি মাফিয়াদের সম্পর্কে বলেছি, আমি মুম্বই পুলিসকে বিশ্বাস করি না কারন তারা সুশান্ত সিং রাজপুতের অভিযোগ নেয়নি। যখন তিনি বলেছিলেন ওরা তাঁকে মেরে ফেলবে, শেষ পর্যন্ত তিনি খুন হলেন। আমি সুরক্ষিত বোধ করছি না এর মানে কি আমি ইন্ডাস্ট্রি ও মুম্বইকে ঘৃণা করি?’
After a major star has been killed I spoke about drug and movie mafia racket, I don’t trust @MumbaiPolice cos they ignored SSR’s complaints, he told everyone they will kill him yet he was killed, if I feel unsafe,does that mean I hate the industry and Mumbai? #ShameOnSanjayRaut https://t.co/EyoUCgRPSL
— Kangana Ranaut (@KanganaTeam) September 3, 2020
অপরদিকে কঙ্গনার কাছে ক্ষমা চাওয়ার প্রসঙ্গে সঞ্জয় রাউত ANI কে বলেন, “উনি যদি মহারাষ্ট্রের কাছে ক্ষমা চান তাহলে আমি ভেবে দেখব। মুম্বইকে উনি মিনি পাকিস্তান বলেছেন, আহমেদাবাদের সম্পর্কেও এমনটাই বলার সাহস আছে তো ওঁর?”
If that girl (Actor Kangana Ranaut) will apologise to Maharashtra, then I will think about it (of apologising). She calls Mumbai a mini Pakistan. Does she have the courage to say the same about Ahmedabad?: Shiv Sena MP Sanjay Raut pic.twitter.com/GnUBd0ZTFO
— ANI (@ANI) September 6, 2020
অন্যদিকে কঙ্গনার মন্তব্যের পর শিবসেনা বিধায়ক প্রতাপ সরনৈক দাবি করেন, অভিনেত্রীর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের হওয়া উচিত। তিনি আরও দাবি করেন, সঞ্জয় রাউত বলেছেন ৯ সেপ্টেম্বর কঙ্গনা মুম্বই এলে শিবসেনার মহিলা নেত্রীরা তাঁকে থাপ্পড় মারবেন। শিবসেনা বিধায়কের এই মন্তব্যের পরেই রাষ্ট্রীম মহিলা আয়োগের অধ্যক্ষ রেখা শর্মা তাঁর গ্রেফতারির দাবি তুলেছেন।