বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর (RG Kar) কাণ্ডে দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে কলকাতার শিয়ালদহ আদালত। নিম্ন আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করেই সঞ্জয়ের ফাঁসির দাবিতে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছে রাজ্য। শিয়ালদহ হাইকোর্টের আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে গিয়েছে সিবিআই-ও। সঞ্জয়ের ফাঁসির দাবি করেছেন তাঁরাও।
আরজি কর (RG Kar) কাণ্ডে বিস্ফোরক সঞ্জয়ের নতুন আইনজীবী
কলকাতা হাইকোর্টে এবার সঞ্জয়ের হয়ে সওয়াল করতে চলেছেন এক নতুন আইনজীবী। তার হয়ে সাওয়ালের পক্ষে সঞ্জয় ওকালতনামায় সই না করলেও হাইকোর্ট তাকে সাওয়ালের অনুমতি দিয়েছে বলেই জানিয়েছেন যশ জালান। আদালতে সওয়াল করার আগেই এক বিস্ফোরক অভিযোগ করলেন ওই আইনজীবী। তাঁর দাবি আরজি কর (RG Kar) কাণ্ডে তিনজনের নাম নাকি এখনও সামনেই আসেনি। এদের নাম সামনে আসলে নাকি রাজ্যের সমস্যা বাড়বে। সেই জন্যই সঞ্জয়কে তারা তড়িঘড়ি ফাঁসি দিয়ে দিতে চায় বলেই অভিযোগ করেছেন তিনি।
শনিবার সঞ্জয়ের নতুন আইনজীবী জানিয়েছেন, ‘নিম্ন আদালতের ট্রায়াল অনেক দ্রুত করা হয়েছে। এই মামলার মধ্যে তিনজন রয়েছেন যাদের ক্রস এক্সামিনেশন করা হয়নি। উল্লেখ করা হয়নি তাদের নামও। সেই নামগুলো সামনে আসা দরকার। সঞ্জয় রায়ের জন্য রাজ্যের তরফে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি (ডিএলএসএ) নিয়োগ করা হয়। ডিএলএসএ-ও তাদের নাম সামনে আনতে চায়নি। কারণ, তারা রাজ্যের অধীনস্থ।’
প্রেসিডেন্সি জেলে গিয়ে ইতিমধ্যেই তিনি ২ বার সঞ্জয়ের সাথে দেখা করে এসেছেন। ওকালতনামায় সই করতে দেয়নি। যশ জানিয়েছেন তার সামনেই সঞ্জয়কে সাদা কাগজে সই করতে বলা হয়। কিন্তু তিনি বাধা দেন এবং সঞ্জয়কে বলে দেন, আইনজীবীর সঙ্গে কথা না বলে কোন সাদা কাগজে যেন সে সই না করে। আইনজীবী আরও জানান প্রাইভেট ডিফেন্স কাউন্সিলকে নিজের পক্ষে দাঁড় করাতে চায় সঞ্জয়। কিন্তু জেল কর্তৃপক্ষ এবং রাজ্য সরকার তার ওপর এই চাপ সৃষ্টি করছে যাতে সে লিগ্যাল এইডের সাহায্য নেয়।
আরও পড়ুন: ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজের মুকুটে নতুন পালক! ‘পদ্মশ্রী’ পেয়ে কী প্রতিক্রিয়া তাঁর?
আগামীকাল সোমবার কলকাতা হাইকোর্টে রাজ্যের আবেদনের শুনানি রয়েছে। রাজ্যের মামলা গ্রহণযোগ্য কিনা সেই নিয়েই শুনানি হবে হাইকোর্টে। সেখানে সঞ্জয়ের হয়ে সওয়াল করবেন যশ জালান। তিনি জানিয়েছেন শিয়ালদহ আদালতের রায়ের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে মামলা (RG Kar) করা হয়েছে। সেখানে সঞ্জয় রায়কে পার্টি করা হয়েছে। জেল কর্তৃপক্ষের দাবি তিনি স্টেস লিগ্যাল এইডের ওকালতনামায় সই করেছেন। কিন্তু সঞ্জয় বলেছেন তিনি এরকম কোন ওকালতনামায় সই করেননি। এমনকি তিনি জানেন না তাকে কোনো আবেদনে পার্টি করা হয়েছে।
সঞ্জয়ের নতুন আইনজীবী যশ জালান জানিয়েছেন আদালত তাকে অনুমতি দিয়েছে ওকালতনামায় সই ছাড়াই তিনি সওয়াল করতে পারবেন। সঞ্জয়কে ফাঁসি দিতে রাজ্যের এত তাড়াহুড়ো দেখে তিনি দাবি করেছেন, ‘এটা অনেক হাইপ্রোফাইল বিষয় হয়ে গিয়েছে। রাজ্য চায় না আসল লোক ভিতরে যাক। রাজ্য চায় সঞ্জয়কে ফাঁসি দিয়ে বিষয়টি নিষ্পত্তি করে দিতে। যদি অন্য কারও নাম সামনে আসে, তাহলে অনেক সমস্যা তৈরি হবে।’