বিদায় নেওয়ার পালা, টিআরপি তলানিতে রেখে ৮০০ পর্বে বিদায় নিচ্ছে ‘সাঁঝের বাতি’

বাংলাহান্ট ডেস্ক: একের পর এক নতুন সিরিয়াল (bengali serial) যেমন শুরু হচ্ছে তেমনি পুরনো সিরিয়ালগুলিও একে একে বিদায় নিচ্ছে স্টার জলসায়। একগুচ্ছ নতুন সিরিয়াল শুরু হয়েছে চ‍্যানেলে। তখনি গুঞ্জন উঠেছিল, সম্ভবত কোনো সিরিয়াল এবার শেষ করে দেওয়া হবে। সেই আশঙ্কাটাই সত‍্যি হল। একটি নয়, একসঙ্গে দু দুটি সিরিয়াল শেষ হচ্ছে স্টার জলসায়।

‘শ্রীকৃষ্ণভক্ত মীরাবাঈ’ এর শেষ হওয়ার খবর আগে থেকেই ছিল। এবার সেই তালিকায় যুক্ত হল ‘সাঁঝের বাতি, নতুন পৃথিবী’ও (sanjher bati)। অর্জুন চিকুর গল্পে খুব শিগগিরি ইতি টানা হবে। অতি সম্প্রতি সিরিয়ালের শেষ শুটিং হল। সেট থেকে এদিনের ভিডিও সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পর্দার অর্জুন ওরফে রিজওয়ান রব্বানি শেখ।

IMG 20211205 195712
সিরিয়ালের প্রোমোর ছবি সাঁটা কেক কেটে শেষ দিনের শুটিং উদযাপন করা হল। উপস্থিত ছিল সিরিয়ালের গোটা টিম। এসেছিলেন প্রযোজক স্নিগ্ধা বসু এবং সানি দাসও। মন খারাপ অভিনেতা অভিনেত্রী সহ কলাকুশলী সকলেরই। দীর্ঘ তিন সাড়ে তিন বছর ধরে একসঙ্গে কাজ করছিল এই টিম। আসলে যেটি শেষ হল সেটি ‘সাঁঝের বাতি’ সিরিয়ালের দ্বিতীয় অংশ।

আর্য চারুর গল্প নিয়ে প্রথম শুরু হয়েছিল সাঁঝের বাতি। গ্রামের মিষ্টি বিক্রেতা চারু ও শহরের অন্ধ ছেলে আর্যর কাহিনি নিয়ে পথচলা শুরু হয় এই সিরিয়ালের। সেই অংশটি শেষ হয়ে নতুন ভাবে ফিরে আসে চিকু অর্জুনের জুটি। এবার সেটাও শেষের পথে। মূলত টিআরপির করুণ অবস্থার জন‍্যই এই সিরিয়াল শেষ করে দেওয়া হচ্ছে বলে খবর। তবে নেহাত কম দিন চলল না সিরিয়ালটি। ৮০০ পর্ব শেষ করেই বিদায় নিচ্ছে সাঁঝের বাতি।

https://www.instagram.com/tv/CXDfhEwjYlX/?utm_medium=copy_link

ভিডিওতে চিকু অর্জুন ওরফে দেবচন্দ্রিমা ও রিজওয়ান বলেন, মাঝে দুটি লকডাউনের জন‍্য শুট যদি বন্ধ না থাকত তবে ১০০০ পর্ব শেষ করে ফেলতেন তাঁরা‌। সেটা আর হল না। তবে খুব শীঘ্রই নতুন রূপে ফিরবেন তাঁরা। এই সিরিয়ালটি দুজনেরই খুব কাছের বলে জানান দেবচন্দ্রিমা রিজওয়ান।

https://youtu.be/xvYX7IQ79m0

এদিন সোশ‍্যাল মিডিয়ায় রিজওয়ানের সঙ্গে একটি ছবি শেয়ার করে আবেগঘন বার্তাও দিয়েছেন দেবচন্দ্রিমা। তাঁদের অনস্ক্রিন সম্পর্ক নিয়ে বহুবার চর্চা হলেও দেবচন্দ্রিমা স্পষ্ট জানিয়েছেন, রিজওয়ান তাঁর খুব ভাল একজন বন্ধু। সোশ‍্যাল মিডিয়া পোস্টেও আভাস মিলল তারই। পাশাপাশি শুটের শেষদিনের ভিডিও নিজের ইউটিউব চ‍্যানেলেও শেয়ার করেছেন দেবচন্দ্রিমা। শুটিং শেষ হলেও সিরিয়ালের শেষ এপিসোড কবে দেখা যাবে তা জানা যায়নি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর