ব্যাট হাতে ব্যর্থ, মাঠে ফেললেন ক্যাচও! আর কবে নিজের যোগ্যতার প্রমাণ দেবেন সঞ্জু স্যামসন!

বাংলা হান্ট নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেটে সঞ্জু স্যামসনের প্রত্যাবর্তনটা মনোমত হলো না। তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন না। তারপর গোটা নিউজিল্যান্ড সফরে মাত্র একটি ওডিআই ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি এবং তারপর তাকে বসিয়ে দেওয়া হয়েছিল। সকলেই আশা করছিলেন যে আজ সুযোগ পেয়ে সকলকে যোগ্য জবাব দেবেন তিনি। কিন্তু ভারতীয় দলে প্রত্যাবর্তনটা একেবারেই সুখের হলো না তার জন্য।

আজ সূর্যকুমার যাদব এবং শুভমান গিল দ্রুত ফিরে যাওয়ায় দীর্ঘক্ষণ ব্যাটিং করে বড় রান করার সুযোগ পেয়ে গিয়েছিলেন সঞ্জু। একবার তার ক্যাচও পরে মিড উইকেটে। কিন্তু তারপরও বেপরোয়া ব্যাটিং করতে গিয়ে তিনি থার্ড ম্যানে ক্যাচ দিয়ে ফিরে যান মাত্র ৫ রান করে। নিজে ভুল সময় আউট হয়ে ভারতের ওপর চাপ বাড়িয়ে গিয়েছিলেন তিনি।

   

কিন্তু তারপর ভারতীয় ইনিংসকে সামলে নেন হার্দিক পান্ডিয়া (২৯) এবং ওপেনার ঈশান কিষান (৩৭)। যদিও দুজনেই ভালো শুরু করলেও বড় রান করতে ব্যর্থ হয়েছেন। কিন্তু তারা দুজন যে ভিতটা গড়ে দিয়েছিলেন, তার ওপর ভদ্রস্থ রানের ইমারত করে দেন দীপক হুডা এবং অক্ষর প্যাটেল। হুডা ৪৩ আর অক্ষর ৩১ রানের একটি ইনিংস খেলেন।

axar hooda

যদিও সঞ্জু স্যামসনের দুর্ভোগ শুধুমাত্র ব্যাটিংয়েই সীমাবদ্ধ ছিল না। আজ টসে যেটা শ্রীলঙ্কা যখন রান তারা করতে নেবে তখন প্রথম ওভারে বোলিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া নিজে। প্রথম ওভারেই তার বলে শ্রীলঙ্কার ওপেনার নিশাঙ্কার ক্যাচ ওঠে। ডাইভ দিয়ে সেই কাজটি ধরলেও মাটিতে পড়ার সময় হাতের ঝাঁকুনিতে বলটা ফেলে দেন সঞ্জু স্যামসন। এরপর সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ট্রোলিংয়ের শিকার হয়েছেন তিনি। যদিও এরপর ধনঞ্জয় ডি সিলভা ও কুশল মেন্ডিসের ক্যাচ ধরেছেন সঞ্জু।

যদিও নিশাঙ্কাকে পরের ওভারেই তুলে নেন শিবম মাভি। নিজের অভিষেক ম্যাচের প্রথম দুই ওভারে দুই উইকেট তুলে নিয়েছেন তিনি। প্রতিবেদনটি লেখার সময় ৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫৭ রান করেছে শ্রীলঙ্কা। বাকি উইকেট ২টি নিয়েছেন উমরান মালিক ও হর্ষল প্যাটেল।

 

ad2
Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর