ধোনি-পন্থ যা পারেননি সেটাই করে দেখালেন সঞ্জু স্যামসন! গড়ে ফেললেন বিরাট ইতিহাস

বাংলা হান্ট ডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করে ইতিহাস সৃষ্টি করেছেন ভারতের তারকা প্লেয়ার সঞ্জু স্যামসন (Sanju Samson)। শুধু তাই নয়, আন্তর্জাতিক T20 ক্রিকেটে সেঞ্চুরি করা প্রথম ভারতীয় উইকেট-রক্ষক হিসেবেও বিবেচিত হয়েছেন তিনি। অর্থাৎ, তাঁর আগে এমএস ধোনি বা ঋষভ পন্থ কিংবা ঈশান কিষাণ কেউই তা করতে পারেননি।

বিরাট নজির গড়লেন সঞ্জু স্যামসন (Sanju Samson):

দুর্ধর্ষ ইনিংস খেলেন স্যামসন: বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় T20-তে সঞ্জু স্যামসন (Sanju Samson) মাত্র ৪৭ বলে ১১ টি ৪ ও ৮ টি বিরাট ছক্কার ওপর ভর করে ১১১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এটি তাঁর T20 কেরিয়ারের প্রথম সেঞ্চুরিও।

Sanju Samson made a great record.

এদিকে, স্যামসনের আগে এই রেকর্ডটি ছিল ঈশান কিষাণের নামে। সঞ্জু স্যামসনের (Sanju Samson) আগে ভারতীয় উইকেট-রক্ষক হিসেবে এক ইনিংসে সবচেয়ে বেশি রান করার রেকর্ড ছিল কিষাণের। ২০২২ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

আরও পড়ুন: বিশ্বজুড়ে মায়ের আগমন! সিঙ্গাপুরে মহা সমারোহে চলছে পুজো, কি জানালেন প্রবাসীরা?

ঋষভ পন্থের সর্বোচ্চ রান ছিল অপরাজিত ৬৫: জানিয়ে রাখি যে, ঋষভ পন্থ এখনও পর্যন্ত ৭৬ টি আন্তর্জাতিক T20 ম্যাচ খেলেছেন। যার মধ্যে তিনি ৬৬ টি ইনিংসে করেছেন ১,২০৯ রান। এমতাবস্থায়, পন্থের নামে কোনও সেঞ্চুরি নেই। তাঁর সর্বোচ্চ রান হল অপরাজিত ৬৫।

আরও পড়ুন: বিপুল মানুষের সমাগম! সুদূর ওয়াশিংটনে জমে উঠল পুজো, পঞ্জিকা মেনেই সম্পন্ন হল মায়ের আরাধনা

টপকে গিয়েছেন ধোনিকেও: প্রসঙ্গত উল্লেখ্য যে, এমএস ধোনি, ২০০৭ সালের T20 বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ছিলেন। তিনি ৯৮ টি আন্তর্জাতিক T20 ম্যাচে দু’বার ৫০ রানের গণ্ডি অতিক্রম করেছিলেন। কিন্তু তিনি কখনও সেঞ্চুরিতে পৌঁছতে সক্ষম হননি। ধোনির সর্বোচ্চ রান হল ৫৬।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর