একটা ম্যাচেই করলেন বাজিমাত! ICC র‌্যাঙ্কিংয়ে বিরাট লাফ সঞ্জুর, জানলে হয়ে যাবেন অবাক

বাংলা হান্ট ডেস্ক: ভারত-বাংলাদেশের T20 সিরিজের পর নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে ICC-র তরফে। এদিকে, সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে হায়দ্রাবাদে T20 ম্যাচে ভারতের তারকা ব্যাটার সঞ্জু স্যামসনের (Sanju Samson) দুর্ধর্ষ পারফরম্যান্স পরিলক্ষিত হয়েছে। শুধু তাই নয়, তিনি তাঁর এই পারফরম্যান্সের মাধ্যমে অবাক করেছেন সবাইকেই।

ICC র‌্যাঙ্কিংয়ে বিরাট লাফ সঞ্জুর (Sanju Samson):

এদিকে, ওই ইনিংসের মাধ্যমে সঞ্জু (Sanju Samson) বিরাট উপকৃত হয়েছেন। যার ওপর ভর করে ICC-র T20 র‍্যাঙ্কিংয়ে বিরাট লাফ দিয়েছেন তিনি। এর পাশাপাশি নজর কেড়েছেন নীতীশ রেড্ডি। এছাড়াও, সূর্যকুমার যাদব টপ ফাইভে রয়েছেন। জানিয়ে রাখি যে, হায়দ্রাবাদে T20 ম্যাচে ভারতের হয়ে দ্বিতীয় দ্রুততম T20 সেঞ্চুরি করার কীর্তি গড়েছিলেন সঞ্জু স্যামসন।

ওই ম্যাচে তিনি (Sanju Samson) ক্রিজে আসার সাথে সাথে বোলারদের আক্রমণ করেন। মাত্র ২৭ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন স্যামসন। তিনি পরের ১৩ বলে আরও ৫০ রান করেন। আর এইভাবেই মাত্র ৪০ বলে দুর্ধর্ষ সেঞ্চুরি করে ফেলেন তিনি। স্যামসন ৪৭ বলে ১১১ রান করেছিলেন। যার মধ্যে ১১ টি চার ও ৮ টি ৬ ছিল।

আরও পড়ুন: ট্রুডোকে সঙ্গে নিয়ে ভারতের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র করছে পাকিস্তান! সামনে এল চাঞ্চল্যকর প্রমাণ

তালিকায় বিরাট লাফ সঞ্জু স্যামসনের: এই সেঞ্চুরির কারণে T20 র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। এর আগে তিনি এই তালিকায় শীর্ষ-১০০-তে ছিলেন না। কিন্তু, এখন তিনি ৯১ ধাপ লাফিয়ে ৬৫ তম স্থানে পৌঁছেছেন। প্রথমবারের মতো এই র‌্যাঙ্কিংয়ে তাঁর নাম দেখা গেছে। এর পাশাপাশি নীতীশ রেড্ডি তাঁর ঝোড়ো ইনিংসের ওপর ভর করে ২৫৫ ধাপ এগিয়ে ৭২ তম স্থানে এসেছেন। দ্বিতীয় T20 ম্যাচে দুর্দান্ত ৭৪ রান করেছিলেন নীতিশ রেড্ডি।

আরও পড়ুন: হয়ে যান সতর্ক! এবার সবসময় নজর রাখবে AI, ট্রাফিক নিয়ম ভাঙলে আর নেই রক্ষে

এদিকে, আমরা যদি প্রথম পাঁচের তালিকার দিকে তাকাই সেক্ষেত্রে দেখা যাবে যে প্রথম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড। দুই নম্বরে রয়েছেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। ইংল্যান্ডের ব্যাটার ফিল সল্ট রয়েছেন তৃতীয় স্থানে এবং পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজম রয়েছেন চতুর্থ স্থানে। এছাড়াও, পঞ্চম স্থানে রয়েছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। ৬ নম্বর স্থানে রয়েছেন ভারতের তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়াল। সাত নম্বরে আছেন ইংল্যান্ডের জস বাটলার। ভারতের ঋতুরাজ গায়কোয়াড় রয়েছেন ১১ স্থানে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর