বাংলা হান্ট নিউজ ডেস্ক: দীর্ঘদিন ধরে তার নাম ভারতীয় স্কোয়াডের জন্য আলোচিত হয়ে আসছে। কিন্তু কোনওদিনই তিনি ভারতীয় স্কোয়াডের নিয়মিত অংশ হয়ে উঠতে পারেননি। পরিসংখ্যান বলছে যে ২০২২ সালে তিনি জাতীয় দলের জার্সিতে সবচেয়ে বেশি সুযোগ পেয়েছেন মাঠে নামার। কিন্তু তাও ভারতীয় দলে নিয়মিত নন সঞ্জু স্যামসন। যদিও তার চেয়েও খারাপ পারফরম্যান্স করে অনেকে নিয়মিত ভারতীয় দলে সুযোগ পেয়ে যাচ্ছেন। কিন্তু কোন অজ্ঞাত কারণে বঞ্চিত থাকছেন সঞ্জু।
সঞ্জু স্যামসনের প্রতি হওয়া অবিচার নিয়ে অনেক ক্রিকেটপ্রেমী নিজেদের মুখ খুলেছেন। বেশ কিছু ক্রিকেট বিশেষজ্ঞ বলেছেন যে তার মত প্রতিভাবান ক্রিকেটারকে সুযোগ না দিয়ে তার প্রতি অবিচার করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি সুযোগ না পাওয়া সঞ্জু এবার একটি অভিনব প্রস্তাব পেলেন।
তাকে নিজেদের দেশের হয়ে ক্রিকেট খেলার জন্য ডাক দিয়েছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। ‘ইন্ডিয়া স্পোর্টসের’ রিপোর্ট অনুযায়ী প্রতিভাবান তরুণ ভারতীয় ক্রিকেটারকে আয়ারল্যান্ড দলে দেখতে চাইছে সেই দেশের ক্রিকেটের মাথারা। শুধু তাই নয়, তাকে নাকি এটাও জানানো হয়েছে যে যদি তিনি আয়ারল্যান্ডের হয়ে ক্রিকেট খেলার সিদ্ধান্ত নেন তাহলে তিনি নিয়মিত জাতীয় দলে সুযোগ পাবেন।
যদিও এই দাবি সত্যি না মিথ্যা এই নিয়ে ক্রিকেটারের তরফ থেকে কোন বয়ান এখনও পাওয়া যায়নি। এটা ঠিক যে সঞ্জু স্যামসন নিজেও জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে আগ্রহী। তবে সত্যি যদি তিনি এমন চরম সিদ্ধান্ত নেন তাহলে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইপিএলের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করেই তাকে এই সিদ্ধান্ত নিতে হবে।
সঞ্জু স্যামসনকে বিশ্বকাপ এবং এশিয়া কাপের দলের সামিল করা হয়নি। চলতি বাংলাদেশ সিরিজেও ওডিআই স্কোয়াডে তাকে অন্তর্ভুক্ত করা হয়নি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে কিছুদিন আগে সমাপ্ত হওয়া ওডিআই সিরিজের সঞ্জুকে একটি ম্যাচে মাত্র সুযোগ দেওয়া হয়েছিল। সুযোগ পেয়ে একেবারে খারাপ পারফরম্যান্স করেননি তিনি, তবু কোন অজ্ঞাত কারণে তার বদলে ফ্লপ হওয়ার রিশভ পন্থ থেকে টানা সুযোগ দিয়ে গেছে ভারতীয় দল। অক্টোবর মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজের সুযোগ পেয়ে ৮৬ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন সঞ্জু। তার প্রতিভা আছে এবং সুযোগ পেলে পারফরম্যান্স করতে পারবেন এই প্রমাণ তিনি বারংবার দিয়েছেন। তবুও আপাতত ভারতীয় দলে তার নিয়মিত হয়ে ওঠার কোন আশা দেখা যাচ্ছে না।