‘অভি যেন মেয়ের জীবন নিজের হাতে গুছিয়ে দিল’! ডল অভিনয়ে আসতেই আবেগপ্রবণ সংযুক্তা

বাংলা হান্ট ডেস্ক : বাবার স্বপ্ন পূরণ করতেই এবার বাংলা সিরিয়ালের হাত ধরে অভিনয় জগতে ডেবিউ করছেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের আদরের মেয়ে ডল ওরফে সাইনা চ্যাটার্জি (Saina Chatterjee)। স্টার জলসার জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’তে সূর্য-দীপার মেয়ে রুপার চরিত্রে অভিনয় করবেন সাইনা (Saina Chatterjee)।

সাইনার (Saina Chatterjee) অভিনয়ে আসতেই আবেগপ্রবণ অভিষেক পত্নী সংযুক্তা

ইতিমধ্যেই এই খবর শোরগোল  ফেলে দিয়েছে গোটা বিনোদন জগতে। ইতিমধ্যেই অনুরাগের ছোঁয়া সিরিয়ালে রুপা চরিত্রের জন্য অভিনয়-ও শুরু করে দিয়েছেন সাইনা (Saina Chatterjee)। প্রথমবার বাংলা সিরিয়ালে সাইনা ডেবিউ করতেই আবেগপ্রবণ অভিষেক পত্নী সংযুক্তা। সম্প্রতি এ প্রসঙ্গে এক আনন্দবাজার অনলাইনে তরফে যোগাযোগ করা হয়েছিল প্রয়াত অভিনেতার স্ত্রীর সাথে।

এদিন তিনি অনুরাগের ছোঁয়া সিরিয়ালের সেটে বসেই জানালেন,’আমরা মানি না, অভি নেই। ও সব সময় আমাদের সঙ্গে থাকে। আমরা টের পাই।’ তাই মেয়ের প্রথম সিরিয়ালের সেটেও নিজের স্বামীর ছবিই সঙ্গে করে নিয়ে এসেছেন সংযুক্তা। যা সিরিয়ালের সেটের এক পাশেই সাজিয়ে রাখবেন তিনি।  সংযুক্তার কথায়, ‘মেয়ে বাবার কাজের দুনিয়ায় পা রাখতে চলেছে। সেই দৃশ্য বাবা নিজের চোখ দেখবে না, তা হয়?’

আরও পড়ুন : প্রতিবাদ ভুলে ঢাক বাজাচ্ছেন শ্রাবন্তী! ফুঁসে উঠলেন আম জনতা

সেইসাথে এদিন সাইনার অভিনয়ে আসার সিদ্ধান্ত প্রসঙ্গে সংবাদমাধ্যমে সংযুক্তা বলেছেন, ‘ডল যা করবে সেটাই আমরা মেনে নেব, আমাদের এই ভাবনা। তাই ওর অভিনয়ে আসা শুধুমাত্র আমাদের নয়, ওরও ইচ্ছে। তাই সুযোগ এল যখন আমি না করিনি। ডল-ও কিন্তু বিষয়টি নিয়ে খুব সহজ।’

ডল ওরফে সাইনা এখন নবম শ্রেণীর ছাত্রী। প্রথম বার অভিনয় করতে আসলেও তাঁর মধ্যে নাকি ভয় বা টেনশনের লেশ মাত্র ছিল না। ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে একটুও ভয় পাননি তিনি। উল্টে প্রথম দিনেই সবার সাথে খুব সহজ ভাবে মিশে গিয়েছিলেন তিনি।

Doll

এপ্রসঙ্গেই এদিন আবেগপ্রবণ হয়ে সংযুক্তা বলেছেন, ‘আমরা কোনও দিন কাউকে বলিনি, ডল অভিনয়ে আসবে। তাই চ্যানেলের তরফে ফোন আসায় একটু অবাকই হয়েছিলাম। তার পর প্রথম লুক সেটে নিয়ে গেলাম মেয়েকে। ডল কয়েকটি সংলাপ বলল। একবারেই পাশ হয়ে গেল! মনে হল, অভি যেন মেয়ের জীবন নিজের হাতে গুছিয়ে দিল। এটাই বুঝি হওয়ার ছিল।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর