বাংলাহান্ট ডেস্ক: গত বুধবার প্রয়াত হয়েছেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee)। বৃহস্পতিবার সকালে খবর ছড়িয়ে পড়ে টলিপাড়ায়। একে একে অভিনেতার বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা জানিয়ে আসেন ইন্ডাস্ট্রির সহ অভিনেতা অভিনেত্রীরা। শুটিংয়ে গিয়েই অসুস্থ হয়ে পড়েছিলেন অভিষেক। হাসপাতালেও যেতে চাননি তিনি। গভীর রাতে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা।
সে সময়ে বাড়িতে ছিলেন শুধু স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায় ও মেয়ে ডল। অভিনেতার শেষ সময়টুকু কিছুতেই ভুলতে পারছেন না অভিষেক জায়া। টিভিনাইন বাংলার কাছে তিনি জানান, চলে যাওয়ার মুহূর্তেও শুধু মেয়ের খোঁজ করছিলেন অভিষেক। মেয়ে ঠিক আছে কিনা শুধু সেটাই জানতে চাইছিলেন।
কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। ফুড পয়েজনিং হয়েছিল তাঁর। ‘খড়কুটো’র শুটিং করতে করতেই অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেতা। সংযুক্তার কাছে ফোন এসেছিল তাঁকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তিনি জানান, স্টুডিওর বাইরেই বমি করে ফেলেছিলেন অভিনেতা।
পরের দিন শুটিংয়ে গিয়েও অসুস্থতা কাটেনি অভিনেতার। রক্তচাপ অনেকটাই কমে গিয়েছিল। শুটিং ফ্লোর থেকে চিকিৎসকের সঙ্গে ভিডিও কলে কথা হলে তিনি পরামর্শ দিয়েছিলেন, হাসপাতালে নিয়ে যেতে নয়তো বাড়িতেই স্যালাইন শুরু করতে। হাসপাতালে যেতে চাননি অভিষেক। বাড়িতে স্যালাইন দেওয়ার জন্য লোক আসলেও তারা হাতের শিরা খুঁজে পায়নি অভিষেকের। তাই সেদিন রাতে স্যালাইনও দেওয়া হয়নি।
সংযুক্তা জানান, বুধবার রাতে গ্যাসের ওষুধ দিয়েছিলেন তিনি অভিষেককে। ধূমপান করতে চেয়েছিলেন অভিনেতা। কিন্তু ক্রমাগত হাত কাঁপায় ধরাতেও পারেননি সিগারেট। শেষে স্ত্রীই ধরিয়ে দেন সিগারেটটি। তারপরেই আরো জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকেন অভিষেক।
স্ত্রীর হাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অ্যাম্বুলেন্স ডাকারও সময় পাননি সংযুক্তা। বাড়ির সমস্ত কাজেই স্বামীর উপরে নির্ভরশীল ছিলেন তিনি। চোখের সামনে মানুষটাকে চলে যেতে দেখে অনেকটাই একা হয়ে গিয়েছেন সংযুক্তা চট্টোপাধ্যায়।