বাংলাহান্ট ডেস্ক: সময় যায় জলের মতো। অভিষেক চট্টোপাধ্যায়কে (Abhishek Chatterjee) ছাড়া এক বছর পার করে ফেললেন স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায় (Sanjukta Chatterjee) এবং একমাত্র কন্যা ডল ওরফে সাইনা। গত বছর ২৪ মার্চ প্রিয়জনদের ছেড়ে চিরতরে পরলোক যাত্রা করেছিলেন অভিনেতা। তাঁর অকালমৃত্যুতে থমকে গিয়েছিল ইন্ডাস্ট্রি। কিন্তু সময় কারোর জন্য থেমে থাকে না। অভিষেককে ছাড়াই নিজেদের জীবনটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছেন সংযুক্তা সাইনা।
এক বছর পর ১৪ মার্চ বাড়িতে প্রয়াত অভিষেকের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তাঁর স্ত্রী কন্যা। ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল গোটা ঘরটা। অভিষেকের ছবিটাও মালা দিয়ে সাজিয়ে রাখা হয়েছিল। এদিনের আয়োজনের একটি ভিডিও শেয়ার করে সংযুক্তা লিখেছেন, ‘বাড়িটাই আমাদের কাছে স্বর্গ। আর আমাদের প্রিয় অভির জন্য একটা স্বর্গীয় পরিবেশ তৈরি করার চেষ্টা করেছি। অভির চলে যাওয়ার পর এটাই সম্ভবত প্রথম ‘বড়’ কাজ আর এটা আমার আর ডলের তরফ থেকে শ্রদ্ধার্ঘ্য।’
পাশাপাশি এদিন ৯ জন বাচ্চাকে খাওয়ানোর ব্যবস্থাও করেছিলেন সংযুক্তা। সংবাদ মাধ্যমকে তিনি জানান, অভিষেক এবং তিনি দুজনেই সাইবাবার ভক্ত। তাই ৯ এবং ১১ সংখ্যা দুটিকে লাকি মনে করেন। সংযুক্তা এও জানান, ঘর সাজানো থেকে শুরু করে মৃত্যুবার্ষিকীর মেনু সবটাই নাকি অভিষেকই তাঁকে স্বপ্নে এসে বলে দিয়েছেন।
লুচি, আলুর দম, ভাত, ডাল, ঝুরঝুরে আলুভাজা, দই মাছ আর মাটন কষা। এই মেনুটা নাকি খোদ অভিষেকই ঠিক করে দিয়েছেন স্ত্রীকে স্বপ্ন দিয়ে। অভিনেতার মৃত্যুর পর থেকেই বারংবার সংযুক্তা দাবি করে এসেছেন, অভিষেক তাঁদের সঙ্গেই আছেন। সশরীরে হয়তো পাশে নেই ঠিকই, কিন্তু তাঁর উপস্থিতি বুঝতে পারেন সংযুক্তা।
তিনি জানান, অভিষেকই তাঁকে বলে দেন কী করতে হবে না হবে। মা মেয়েতে ঘুরতে যাওয়ার সময়ে, ডলের জন্মদিনের অনুষ্ঠানেও সঙ্গে করে নিয়ে গিয়েছেন অভিনেতার ছবি। সংযুক্তা জানান, আর কিছুদিন পরেই ক্লাস এইটে উঠবে তাঁদের আদরের মেয়ে ডল। অভিষেকের অবর্তমানে মেয়েকে মানুষের মতো মানুষ করার দায়িত্ব এখন সংযুক্তার কাঁধেই।