অর্থ সাহায‍্য দূরের কথা, একবার শোক জানাতেও আসেননি ইন্ডাস্ট্রির তারকারা! দাবি প্রয়াত অভিষেকের স্ত্রীর

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সবে মাত্র এক সপ্তাহ কেটেছে পরলোকে পাড়ি দিয়েছেন অভিষেক চট্টোপাধ‍্যায় (Abhishek Chatterjee)। আচমকা শোকের ধাক্কা থেকে নিজেদের সামলেও উঠতে পারেননি এখনো স্ত্রী কন‍্যা। বড়পর্দা থেকে বাধ‍্য হয়ে সরে দাঁড়ানোর পর অভিষেকের গোটা জগৎটা জুড়ে ছিল তাঁর স্ত্রী সংযুক্তা ও কন‍্যা সাইনা। কিন্তু তাঁর প্রয়াণের পর রটনার হাত থেকে রেহাই পেলেন না প্রিয়জনেরাও।

স্বামীর মৃত‍্যুর পরেই নাকি আর্থিক দুরবস্থার মুখে পড়েছেন স্ত্রী সংযুক্তা। তাই ইন্ডাস্ট্রির সহকর্মীদের কাছে সাহায‍্য চেয়েছেন তিনি। এমনি ভিত্তিহীন রটনায় সোশ‍্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছিলেন সংযুক্তা। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, কারোর সাহায‍্য তিনি চাননি আর কারোর সাহায‍্য দরকারও নেই তাঁর।


আনন্দবাজার অনলাইনের কাছেও ক্ষোভ ও কষ্ট একসঙ্গে প্রকাশ করেছেন সংযুক্তা। সবে সবে মানুষটা চির বিদায় নিয়েছেন। এর মধ‍্যেই কিছু মানুষ রটাচ্ছেন যে, অভিষেক নাকি দেনায় ডুবে ছিলেন। তাঁদের দেউলিয়া করে দিয়ে গিয়েছেন। তাই স্ত্রী এখন বাধ‍্য হয়ে স্বামীর পুরনো সহকর্মীদের কাছে আর্থিক সাহায‍্য চাইছেন।

সংযুক্তা বলেন, এমনো নাকি রটেছে যে ইন্ডাস্ট্রির প্রথম সারির তারকারা কেউ পাঁচ, কেউ দশ, আবার কেউ ৫০ লক্ষ টাকাও দিয়ে গিয়েছেন। প্রয়াত অভিনেতার স্ত্রী জানান, একটা সময়ে যখন সত‍্যিই দুর্দিন চলছিল তখন লক্ষ্মীর ভাঁড় ভেঙেও সংসার চালিয়েছেন তাঁরা। আর এখন তো যথেষ্ট সচ্ছ্বল অবস্থা। এখন হাত পাততে যাবেন! সংযুক্তা স্পষ্ট বলেন, তাঁর কাছে ব‍্যক্তিগত ভাবে কেউ সমবেদনাটুকুও জানাতে আসেননি।


প্রয়াত অভিনেতার ফেসবুক প্রোফাইল থেকেই সংযুক্তা জানিয়েছেন, অভিষেক চট্টোপাধ‍্যায় ইহ জগৎ থেকে বিদায় নিলেও নিজের পরিবারকে আর্থিক ভাবে সুরক্ষিত করেই গিয়েছেন। পরিবার তাঁর কাছে সবকিছু ছিল। তাঁর অবর্তমানে স্ত্রী ও মেয়ের যাতে কোনো রকম সমস‍্যা না হয় সেদিকটা নিশ্চিত করেই গিয়েছেন অভিষেক।

সংযুক্তা লিখেছেন, অভিষেকের মূল‍্যবোধ খুব বেশি ছিল। জীবিতাবস্থায় কারোর থেকেই কোনো সাহায‍্য চাননি তিনি। তাই তাঁর প্রয়াণের পরও তাঁর নৈতিকতাকে শ্রদ্ধা জানানোর আর্জি জানিয়েছেন সংযুক্তা। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, অভিষেক চট্টোপাধ‍্যায়ের কোনো সহ অভিনেতাই আর্থিক সাহায‍্যের হাত বাড়াননি আর তাঁর পরিবারের সদস‍্যরাও কোনো সাহায‍্য চান না।

X