বাংলাহান্ট ডেস্ক: ছয় মাস কেটে গিয়েছে অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের (Abhishek Chatterjee) মৃত্যুর পর। শোক কাটিয়ে নিজের ছন্দে ফিরে গিয়েছে ইন্ডাস্ট্রি। কিন্তু কাছের মানুষদের কাছে এত সহজে একটা মানুষ নেই হয়ে যেতে পারে? সামনেই পুজো। গোটা বাংলা উৎসবের মেজাজে মাতলেও সংযুক্তা চট্টোপাধ্যায় (Sanjukta Chatterjee) এবং ডলের মনে আনন্দ নেই। অভিষেক যাওয়ার সঙ্গে সমস্ত আনন্দও যেন নিয়ে গিয়েছেন।
বাড়িতে দূর্গাপুজো করতেন অভিষেক। গত চার বছর ধরে বাড়িতেই পুজো করছিলেন তিনি। কিন্তু এবারে আর পুজো নেই, ধুমধামও নেই। সেই ধুমধামের থেকেই দূরে পালাতে চাইছেন সংযুক্তা। সংবাদ মাধ্যমকে তিনি জানান, পুজো থেকে দূরে পালাতে চাইছেন তিনি। অনেকেই বলছেন, এ বছরেই বিশেষ করে বাড়িতে পুজোটা করতে। তাহলে অভিষেকের ভাল লাগবে।
কিন্তু সংযুক্তার ইচ্ছা নেই। যেখানে পুজোর সময়ে প্রবাসীরা কলকাতায় ফিরতে থাকেন, সেখানে মেয়েকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যেতে চাইছেন সংযুক্তা, যেখানে কোনো ঢাকের আওয়াজ থাকবে না।
আসলে বাড়ির পুজোর সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে ছিলেন অভিষেক। সেই মানুষটাই এখন নেই। অভিষেককে ছাড়া পুজো কাটাতে হবে, আনন্দ করতে হবে এটা ভাবতেই পারছেন না সংযুক্তা। তিনি বলেন, তাঁরা যেখানেই যাবেন অভিষেক তাঁদের সঙ্গেই থাকবেন, এটা তাঁর বিশ্বাস। এর আগে মা মেয়েতে মিলে ব্যাঙ্কক ঘুরতে গিয়েছিলেন। সঙ্গে নিয়ে গিয়েছিলেন প্রয়াত অভিষেকের ছবি।
অনেকদিন থেকেই ব্যাঙ্কক ঘোরার পরিকল্পনা করে রেখেছিলেন অভিষেক। মার্চে তাঁর মৃত্যুর পর স্বামীর ছবি সঙ্গে নিয়েই ঘুরতে গিয়েছিলেন সংযুক্তা। যেখানেই যান, যাই করুন না কেন, অভিষেকের ছবি সঙ্গে রাখেন সংযুক্তা, ডল। মেয়ে অনেকটাই সামলে উঠেছে বলে জানান অভিনেতার স্ত্রী। তবে পুরোটা সামলাতে স্বাভাবিক ভাবেই সময় লাগবে।