বাংলাহান্ট ডেস্ক: অভিষেক চট্টোপাধ্যায়ের (Abhishek Chatterjee) মৃত্যুর পর থেকে যেন নবজন্ম হয়েছে সংযুক্তা চট্টোপাধ্যায়ের (Sanjukta Chatterjee)। মেয়ে ডলকে তিনি একা হাতে সামলাচ্ছেন এখন। বাইরের কাজের পাশাপাশি সংসারও সামলাচ্ছেন তিনি দশভূজার মতো। সম্প্রতি মেয়ে ডলকে নিয়ে ব্যাঙ্ককে ঘুরতে গিয়েছেন সংযুক্তা। সঙ্গে নিয়ে গিয়েছেন প্রয়াত স্বামী অভিষেকের ছবিও।
কিন্তু এই কারণেই এবার ট্রোলের শিকার হলেন সংযুক্তা। অভিষেকের মৃত্যুর পর থেকে সব জায়গায় তাঁর ছবি সঙ্গে করে নিয়ে যান মা মেয়ে। তাঁরা বিশ্বাস করেন, অভিনেতা এখনো তাঁদের সঙ্গেই রয়েছেন সবসময়। তাঁর নশ্বর দেহ তাঁদেথ সঙ্গে নেই আর ঠিকই। তাই অভিষেকের ছবিকেই নিজেদের সঙ্গী বানিয়ে নিয়েছেন সংযুক্তা এবং ডল।
ব্যাঙ্ককে যাওয়ার পথে এবং সেখানে পৌঁছে স্বামীর ছবি সঙ্গে নিয়ে ক্যামেরাবন্দি হয়েছিলেন সংযুক্তা। তাতে কয়েকজন কটাক্ষ করেন, তিনি নাকি ‘লোক দেখানো’র জন্য এসব করছেন। সিমপ্যাথি পাওয়ার জন্য সংযুক্তা প্রয়াত স্বামীর ছবি নিয়ে ঘুরছেন বলেও কটাক্ষ করেছেন নেটনাগরিকদের একাংশ। ট্রোলের উত্তরে এবার সরব হলেন সংযুক্তা।
অভিষেকের মালা দেওয়া ছবি পাশে নিয়ে ক্যামেরাবন্দি হয়েছিলেন সংযুক্তা। সেই ছবিটিই শেয়ার করে নিন্দুকদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন তিনি। অভিষেকের ছবি সঙ্গে নিয়ে ব্যাঙ্ককে গিয়েছেন। এটা কিছু মানুষের কাছে ‘হাস্যকর’ লেগেছে। তাদের মনে হয়েছে, সংযুক্তা সমবেদনা পাওয়ার জন্য এসব করছেন। সংযুক্তার বক্তব্য, তিনি সমালোচকদের জবাব দেওয়ার প্রয়োজন বোধ করেন না। কিন্তু যেহেতু এখানে তাঁর প্রয়াত স্বামীর নাম জড়িয়ে রয়েছে তাঁর মুখ খোলাই উচিত মনে করলেন তিনি।
কারোর সমবেদনার প্রয়োজন কেন পড়বে সংযুক্তার? ২৪ মার্চ থেকে নিজে সংসারটা চালাচ্ছেন তিনি। একজন স্বাবলম্বী নারী তিনি। মৃত্যু অবশ্যম্ভাবী। অনেকে প্রিয়জনের ছবি ফ্রেমে বাঁধিয়ে পুজো করেন। কিন্তু অভিষেক তাঁকে স্বপ্নে বলেছিলেন, ছবি না বাঁধিয়ে বরং তাঁকে তাঁদের জীবনের অংশ বানিয়ে নিতে। সংযুক্তা সেটাই করছেন।
সংযুক্তা জানান, ডলের জন্মদিনে অভিষেকের ছবিটি বাড়িতে ফেলে গিয়েছিলেন তিনি। কিন্তু ফিরতে হয়েছিল সংযুক্তাকে, ফেরত উপহারগুলি নিতে। সংযুক্তার মতে, অভিষেকই তাঁকে ফেরত এনেছিলেন। ডলের জন্মদিন আর তিনিই থাকবেন না তা কি হয়? আগে তাঁরা সাইবাবার ছবি সঙ্গে নিয়ে যেতেন। এখন অভিষেকের ছবি সঙ্গে নিয়ে যান।
নিন্দুকদের পালটা কটাক্ষ শানিয়ে সংযুক্তা লিখেছেন, সমবেদনা আর ভালবাসা দুটো আলাদা শব্দ যাদের অর্থ আলাদা। কিন্তু অনেকেই সেটা বোঝেন না। নিজেকে করুণা করা কখনোই উচিত নয়। আর যাদের বিষয়টাকে ‘হাস্যকর’ বলে মনে হয় তাদের আর কিছুই বলার প্রয়োজন মনে করেন না সংযুক্তা।