বাংলা হান্ট ডেস্ক : কার মনে কি আছে, তা সামনে থেকে কাউকে দেখে বোঝা সত্যিই অসম্ভব! এই মুহূর্তে একের পর এক যৌন হেনস্তার অভিযোগে সরগরম বিনোদন জগত। মালায়ালাম ইন্ডাস্ট্রির পর ইতিমধ্যেই এই একই অভিযোগ উঠেছে বাংলায় ইন্ডাস্ট্রির অন্দরেও। অভিনেত্রীকে যৌন হেনস্তা করার অভিযোগে ইতিমধ্যেই ডিরেক্টর্স গিল্ডের তরফ থেকে সাসপেন্ড করা হয়েছে পরিচালক অরিন্দম শীলকে। আর এবার একই অভিযোগের তীর হিন্দি সিনেমার সংস্কারি অলোকনাথের (Alok Nath) বিরুদ্ধেও।
আলোকনাথ (Alok Nath) সম্পর্কে বিস্ফোরক অভিযযোগ তুললেন হিমানী শিবপুরি
অলোকনাথের (Alok Nath) বিরুদ্ধে অতীতেও অর্থাৎ ২০১৮ সাল নাগাদ ‘মিটু’ আন্দোলনের সময় যৌন হেনস্তার অভিযোগ তুলেছেন একাধিক অভিনেত্রী। যার জেরে ধীরে ধীরে বদনাম হতে শুরু করে বলিউডের (Bollywood) এই ‘সংস্কারী’ অভিনেতার (Sanskari Actor)। কমতে থাকে কাজ পাওয়াও। সম্প্রতি এই আলোকনাথের (Alok Nath) বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ এনেছেন তাঁরই সহ-অভিনেত্রী হিমানী শিবপুরি (Himani Shivpuri)।
অভিনেত্রীর কথায়, সিনেমার পর্দায় কিংবা শুটিং ফ্লোরে অত্যন্ত ভালো-ভদ্র মানুষ সেজে ঘুরে বেড়ানো এই আলোক নাথ-ই রাত আটটা বাজলেই হয়ে ওঠেন এক অন্য মানুষ। তারা দুজনেই একসাথে একসাথে অভিনয় করেছেন একাধিক হিন্দি সিনেমায়। যার মধ্যে অন্যতম ‘হাম আপকে হ্যায় কন’। বর্ষীয়ান এই অভিনেত্রীর দাবি পেটে মদ পড়লেই অলোকনাথ হয়ে ওঠেন এক অন্য মানুষ।
আরও পড়ুন : ‘হাতজোড় করে অনুরোধ করছি…’, RG Kar কাণ্ডে আন্দোলকারীদের উদ্দেশ্যে কি বললেন মৌসুমী?
অভিনেত্রীর কথায়, ‘ অতীতে অলোকনাথের সাথে আমি বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছি। তিনি মদ্যপ অবস্থায় না থাকলে অত্যন্ত ভদ্রলোক।’ তবে জীবনে একবারই বড় পর্দার এই ‘সংস্কারী’ অভিনেতার সেই ভয়ঙ্কর রূপ দেখার খারাপ অভিজ্ঞতা হয়েছিল হিমানী শিবপুরির।
সেই কথা জানিয়েই অভিনেত্রী এদিন বলেছেন, ‘ন্যাশনাল স্কুল অফ ড্রামায় একটা খারাপ অভিজ্ঞতা রয়েছে। তার আগে শুনেছিলাম, মদ্যপানের পরে তাঁর আলাদা একটা রূপ দেখা যায়। আমি এক বারই এই রূপ দেখেছি। আমরা সকলে একটি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে যাচ্ছিলাম। মদ্যপ অবস্থায় তাঁর কোনও নিয়ন্ত্রণ ছিল না। ওঁর স্ত্রী শান্ত করার চেষ্টা করছিলেন। আমিও ওঁকে নিজেকে সামলানোর পরামর্শ দিই। শেষে ওঁর আচরণের জন্য ওঁকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়।’ সেইসাথে অভিনেত্রী বলেন, ‘শুটিং সেটে কাজের সময় অলোকনাথ খুব শান্ত থাকতেন। কিন্তু রাত আটটা বাজলেই তিনি এক অন্য মানুষ হয়ে উঠতেন।’