বাংলা হান্ট ডেস্কঃ নতুন কৃষি আইনের বিরুদ্ধে চলা কৃষকদের আন্দোলন নিয়ে বড় খবর সামনে সছে। দিল্লী-হরিয়ানার সিঙ্ঘু বর্ডারে কৃষকদের হয়ে আওয়াজ তোলা সন্ত বাবা রাম সিংহ (Sant Baba Ram Singh) বুধবার আত্মহত্যা করে নেন। বাবা রাম সিংহ নিজেকে গুলি মেরে আত্মহত্যা করেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাবা রাম সিংহকে আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে ডাক্তাররা ওনাকে মৃত ঘোষণা করেন।
সন্ত বাবা রাম সিংহ হরিয়ানার করনালের বাসিন্দা। এক ট্যুইটার ইউজার সন্ত বাবা রাম সিংহ দ্বারা লেখা সুইসাইড নোট পোস্ট করেছেন। সেখানে দাবি করা হয়েছে যে, তিনি কৃষকদের আন্দোলন আর কৃষকদের অধিকারের জন্য আরও আওয়াজ তোলার কথা বলেছেন।
#FarmerProtest
सिंघु बॉर्डर पर किसान आंदोलन में आए संत बाबा राम सिंह, नानकसर सिंगरा ने एक सुसाइड नोट लिखकर अपने आप को गोली मार ली , अस्पताल में हुई मौत@NBTDilli @gulshanNBT @AshishXL pic.twitter.com/KHZwLpOEWc— Rajesh poddar (@Rajeshpoddar00) December 16, 2020