সজলের সন্তোষ মিত্র স্কোয়ারে জনপ্লাবন! রামমন্দির তৈরিতে কত কোটি খরচ? চমকে যাবেন

বাংলা হান্ট ডেস্ক: এ বছরের দুর্গাপুজোয় অন্যতম জনপ্রিয় পুজোর মধ্যে একটি সন্তোষ মিত্র স্কোয়ার (Santosh Mitra Square)। মহালয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) উদ্বোধন করতেই এই মণ্ডপে দেখা যাচ্ছে থিকথিকে ভিড়। অষ্টমীর ভোরেও রীতিমতো জনপ্লাবন নামে এই লেবুতলা পার্কে। যা নিয়ে উচ্ছ্বসিত ওই পুজোর অন্যতম মূল পৃষ্ঠপোষক বিজেপি (BJP) নেতা তথা কাউন্সিলর সজল ঘোষ (Sajal Ghosh)।

সবকিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রে মণ্ডপের থিম ‘রামমন্দির’ (Ram Mandir)। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে প্রশ্ন, এই রামমন্দির তৈরি করতে কত টাকা খরচ হল সন্তোষ মিত্র স্কোয়ারের? যদিও এই নিয়ে এখনও পর্যন্ত এই তথ্য সামনে আসেনি। তবে বলে রাখা ভালো, রাজ্য সরকারের তরফে দেওয়া ৭০ হাজার টাকা ফিরিয়ে দিয়েছেন সজল ঘোষ।

   

সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপ তৈরি করতে কেমন খরচ হয়েছে কিংবা এই পুজোর বাজেট কত, তা প্রকাশ্যে আনা না হলেও আসল রাম মন্দির তৈরি করতে অর্থাৎ অযোধ্যার (Ayodhya) রাম মন্দির তৈরিতে বেশ ভালো অঙ্কের টাকাই খরচ হয়েছে।

জানা গিয়েছে, ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত অযোধ্যার রামমন্দির তৈরির জন্য ৯০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ‘দ্য শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রে ট্রাস্ট’-এর পক্ষ থেকে। তবে এখনও সংশ্লিষ্ট ট্রাস্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে তিন হাজার কোটি টাকা। উল্লেখ্য, অযোধ্যার রামমন্দিরের তিনটি ধাপের কাজ শেষ হতে সময় লাগবে ২০২৫ সালের জানুয়ারি মাস পর্যন্ত। তবে এটি উদ্বোধন হবে আগামী বছরের জানুয়ারি মাসে।

রামমন্দির ট্রাস্টের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মন্দিরে রাম লালার পাশাপাশি রামায়ণের (Ramayan) সমস্ত চরিত্রের মূর্তি রাখা হবে। এই মন্দির নির্মাণ হবে সাদা মার্বেল দিয়ে। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের দেবস্থানের জল ব্যবহার করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মন্দিরটি হবে মূলত তিন তলা। একটি ৩৫০০ স্কোয়ার মিটারের মন্দিরের বেদি তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রাম মন্দিরে। পাশাপাশি ১৭০০০ গ্রানাইট স্টোনও ব্যবহার করা হবে এই রামমন্দির নির্মাণে।

Avatar
Monojit

সম্পর্কিত খবর