লাস ভেগাসের স্ফিয়ারে মিশবে আরজি করের প্রতিবাদের ডাক! অনন্য ভাবনা সন্তোষ মিত্র স্কোয়ারের

বাংলা হান্ট ডেস্কঃ শহর কলকাতার নামকরা পুজোগুলির মধ্যে একটি হল সন্তোষ মিত্র স্কোয়ার। প্রত্যেক বছর এই মণ্ডপে উপচে পড়ে দর্শনার্থীদের ভিড়। ২০২২ সালে লালকেল্লা, গত বছর অযোধ্যার রাম মন্দিরের আদলে তৈরি প্যান্ডেল এখনও অনেকের মনে আছে। এবার এই পুজোতেই (Santosh Mitra Square) মিশে যাবে আরজি কর কাণ্ডের বিচারের ডাক। সম্প্রতি এই নিয়ে মুখ খুলেছেন সজল ঘোষ নিজে।

  • লাস ভেগাসের স্ফিয়ারে মিশবে আরজি করের বিচারের ডাক (Santosh Mitra Square)

এই বছর ৮৯তম বছরে পদার্পণ করছে সন্তোষ মিত্র স্কোয়ার। অনেক আগেই শুরু হয়েছে প্যান্ডেলের কাজ। থিম কী হবে তা নিয়েও খানিক আভাস মিলেছিল। এবার এই নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা সজল (Sajal Ghosh)। এই বারের থিম, আমেরিকার লাস ভেগাসের স্ফিয়ারের আদলে তৈরি আলোর গোলক। তবে তার মধ্যেই কখনও ফুটে উঠবে ‘জাস্টিস ফর আরজি কর’ স্লোগান, কখনও আবার দেখা যাবে প্রতিবাদের প্রদীপ।

   
  • মায়ের পুজোয় মেয়ের বিচারের দাবি!

দুর্গাপুজো আসন্ন। তবে এবারের পুজো ঘিরে সেই উন্মাদনা যেন চোখে পড়ছে না। এবারের পুজোয় যেন মিশে রয়েছে খানিক বিষাদের সুর। আরজি কর হাসপাতালে (RG Kar Case) মহিলা চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনা এখনও টাটকা সবার মনে। এবার মায়ের পুজোর মাধ্যমেই মেয়ের বিচারের দাবি জানাবে সন্তোষ মিত্র স্কোয়ার।

আরও পড়ুনঃ হাইকোর্টে শ্লীলতাহানি! মহিলা আইনজীবীর ওপর ঝাঁপাল বিচারপতির ক্লার্ক! তারপর যা হল…

প্রত্যেক বছরই কোনও না কোনও চমক দেয় মধ্য কলকাতার এই পুজো (Santosh Mitra Square)। চলতি বছরও এর অন্যথা হবে না। জানা যাচ্ছে, লাস ভেগাসের স্বনামধন্য স্ফিয়ারের আদলে আশ্চর্য আলোক গোলক তৈরি করার ইচ্ছা অনেকদিনের ছিল। এবার সেই ইচ্ছে পূরণও হতে চলেছে। তবে তার সঙ্গে এবার মিশে যাবে প্রতিবাদের ভাষা। মাঠজুড়ে যে বিজ্ঞাপন বোর্ড থাকবে, সেখান ফুটে উঠবে প্রতিবাদের ডাক! এই পুজোকে প্রতিবাদের উৎসব বলছেন সজল ঘোষ।

Santosh Mitra Square Sajal Ghosh

সন্তোষ মিত্র স্কোয়ারের (Santosh Mitra Square) উদ্যোক্তারা জানাচ্ছেন, তাঁদের পুজো কমিটির তরফ থেকে প্রত্যেক বছর স্থানীয় ১২০০ জন পড়ুয়াকে ১০০০ টাকা করে বৃত্তি প্রদান করা হয়। এবার আরজি করের নিহত চিকিৎসকের নামে সেটি উৎসর্গ করা হয়েছে। মায়ের আরাধনার সঙ্গেই এবার বিচারের ডাক দেবে মধ্য কলকাতার এই পুজো।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর