সিঙ্গুর আন্দোলনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত সন্তোষী মা, জানালেন মুখ্যমন্ত্রী! কাল যাবেন পুজো দিতে

বাংলা হান্ট ডেস্কঃ সিঙ্গুর এবং নন্দীগ্রাম আন্দোলনকে কেন্দ্র করেই যে 2011 সালে বাংলায় ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস দল, সে কথা সর্বজনবিদিত। সেই সময় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন গোটা দেশের বুকে প্রচার লাভ করে আর এবার এই আন্দোলনের পিছনে সন্তোষী মায়ের যোগ সম্পর্কে মত প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন ভবানীপুরের কাঁসারিপাড়ায় শীতলা পুজো অনুষ্ঠানে যোগদান করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, আগামীকাল তাঁর সিঙ্গুর যাত্রা করার কথা। সেখানে একটি মন্দিরে মা সন্তোষীর পূজা দেন তিনি। সেই প্রসঙ্গে মন্তব্য করে এদিন তিনি বলেন, “কিছু কথা এমন থাকে, যেগুলো পার্সোনাল হয় এবং সবাইকে বলা যায় না। কিন্তু কেউ না কেউ সেই সম্পর্কে জানে এবং একদিন সেটি ঠিকই প্রকাশ পায়।”

মুখ্যমন্ত্রী আরো বলেন, “সিঙ্গুরে কৃষকদের সঙ্গে অবিচার হয়েছিল আর তাদের হয়ে আন্দোলনের সময়ে আমি 26 দিন ধরে অনশনে বসেছিলাম। আন্দোলন চলাকালীন শুরু থেকেই আমি মা সন্তোষীর ব্রত করি। সেই সময় আমি এক প্রকার স্থির করে নিয়েছিলাম যে, যদি কৃষকদের জন্য আমার এই আন্দোলন সফল হয় তাহলে মায়ের একটি ছোট মন্দির গড়ে তুলবো।”

সম্প্রতি, সিঙ্গুরে বাজেমেলিয়া হাসপাতালের পাশে মা সন্তোষীর একটি মন্দির প্রতিষ্ঠা করা হয়। সূত্রের খবর, আগামীকাল সেখানেই পুজো দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গে তিনি বলেন, “কাল মায়ের মুখটা দেখতে যাব আমি।”

Sayan Das

সম্পর্কিত খবর