বাংলা হান্ট ডেস্কঃ নতুন কৃষি আইনের বিরুদ্ধে দিল্লীর সীমান্তে প্রদর্শনরত হাজার হাজার কৃষকরা আবারও ভারত বনধের ডাক দিয়েছে। কৃষক নেতা বুটা সিং বুর্জগিল বলেন, ‘আন্দোলনের ৪ মাস সম্পূর্ণ হওয়ার অবসরে সমস্ত কৃষকরা ২৬ মার্চ ভারত বনধ করবে। এই বনধ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত জারি থাকবে।”
তিন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব করা কৃষকরা বৃহস্পতিবার জানায়, ‘বনধের সময় শান্তি বজায় রাখা হবে, আর কৃষকরা কোনও প্রকারের হিংসায় জড়িত থাকবে না। আমরা জনতাকে সহযোগিতা করার আবেদন করছি।” বলে রাখি আগামী ২৬ মার্চ ভারত বনধের ডাক দেওয়ার পর কৃষকরা এই নিয়ে তিনবার ভারত বনধ করতে চলেছে।
এর আগে কৃষকরা ৮ ডিসেম্বর ২০২০ আর ৬ ফেব্রুয়ারি ২০২১ ভারত বনধ করে দেশের সমস্ত ন্যাশানাল আর স্টেট হাইওয়েতে কয়েক ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ রেখেছিল। যদিও সেই বনধের প্রভাব কয়েকটি রাজ্যেই দেখা গিয়েছিল। তৃতীয়বার ভারত বনধ ২৬ মার্চ হতে চলেছে। কিন্তু কৃষকরা এখনও বনধের টাইমিং ঘোষণা করেনি। খুব শীঘ্রই কৃষকরা টাইমিং ঘোষণা করবে।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা