‘খুন হয়ে যেতে পারি’, নিরাপত্তাহীনতায় ভুগে থানায় ছুটলেন তৃণমূল বিধায়ক শওকত

বাংলা হান্ট ডেস্কঃ যখন তখন খুন হতে পারেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক (TMC MLA) শওকত মোল্লা (Saokat Molla)! এই দাবি নিয়েই তড়িঘড়ি আতঙ্কে থানায় ছুটলেন তৃণমূল নেতা। শুক্রবার এই নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানান তিনি। এদিন কাশিপুর থানায় প্রানহানির আশঙ্কা প্রকাশ করে অভিযোগ তিন জনের বিরুদ্ধে অভিযোগ ঠোকেন শাসকদলের নেতা।

প্রসঙ্গত, কিছুদিন আগেই বিধায়কের বিরুদ্ধেই খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল শওকত মোল্লার বিরুদ্ধে। এবার বিধায়ক নিজেই এই অভিযোগ নিয়ে প্রশাসনের দ্বারস্থ হলেন। জানা গিয়েছে, তিনজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক।

   

সম্প্রতি তাকে ভাঙড় (Bhangar) বিধানসভার পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছে দল। বড় দায়িত্ব পেয়েই ওই বিধানসভা ঘুরে দেখছেন তিনি। অভিযোগ, এরপর থেকেই তাকে প্রানহানির হুমকি দেওয়া হচ্ছে। বস্তাবন্দি করে খালের জলে ফেলে দেওয়ার মত মারাত্মক হুমকি দেওয়া হচ্ছে তাকে। শুধু তাই নয়, এই পুরো ঘটনার পেছনে আইএসএফ নেতা তথা ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকির মদত রয়েছে বলে বিস্ফোরক অভিযোগ তুলেছেন শওকত মোল্লা।

অভিযোগের প্রেক্ষিতে বিধায়কের ব্যাখ্যা, গত ১১ মার্চ নওসাদ ভাঙড়ে এসেছিলেন, সেই সময় বিধায়ককের উদ্দেশে নানান কুরুচিকর মন্তব্য করেছিল আইএসএফের কর্মী সমর্থকরা। অন্যদিকে, তাকে বস্তাবন্দি করে খালে ফেলে দেওয়ার হুমকির একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ। এই নিয়েই চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন শওকত।

এই বিষয়ে আশঙ্কা প্রকাশ করে শওকত বলেন, ‘আমার মনে হয় আইএসএফ বিধায়ক নওসাদের প্ররোচনাতেই এই সকল ঘটনা ঘটছে। আমি যে কোনও সময় এদের হাতে খুন হয়ে যেতে পারি। আমার আবেদন এ ঘটনায় দোষীদের শাস্তি দেওয়া হোক।’ অন্যদিকে, শাসকদলের নেতার এই অভিযোগ অস্বীকার করেছেন নওসাদ। তিনি বলেন, ‘এমন কিছু হয়ে থাকলে পুলিশ নিরপেক্ষ তদন্ত করে অপরাধীদের শাস্তি দিক।’

saokat molla

উল্লেখ্য, দিন কয়েক আগে ফুরফুরা শরিফেও শওকত মোল্লাকে ব্যাপক বিক্ষোভের মুখে পড়তে হয়। ভাইজানের সমর্থকদের মুখে বিধায়ককে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগানও শোনা যায়। সেই ঘটনারও তীব্র নিন্দা করেছিলেন বিধায়ক। পাশাপাশি সেই সময়েও নওসাদ ও আইএসএফ এর ওপরই আঙ্গুল তুলেছিলেন তিনি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর