বাংলা হান্ট ডেস্কঃ কয়লা পাচার কাণ্ডে ক্রমশই তদন্তের জাল গুটিয়ে আনতে শুরু করেছে সিবিআই (CBI)। অতীতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সম্প্রতি এই মামলায় সমন পাঠানো হয় অপর এক তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে। প্রথম সমন এড়িয়ে গেলেও দ্বিতীয় তলব মাঝে এদিন অবশেষে সিবিআই দপ্তরে হাজির হলেন তৃণমূল নেতা।
মে মাসের শেষের দিকে তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই দপ্তরে ডেকে পাঠানো হয়। তবে সেই সময় প্রশাসনিক কাজে ব্যস্ত থাকার দরুন জিজ্ঞাসাবাদ এড়িয়ে যান তিনি। এ নিয়ে বিস্তর বিতর্ক সৃষ্টি হয়। সেই বিতর্ক মাঝেই 15 ই জুন অর্থাৎ আজ তাঁকে ফের একবার নিজাম প্যালেসে হাজির থাকার নির্দেশ পাঠায় সিবিআই আর সেই নির্দেশ মতো এদিন সকালে সিবিআই অফিসে পৌঁছে যান শওকত মোল্লা।
ক্যানিং পূর্বের এই তৃণমূল বিধায়ক এদিন সকাল হতেই নিজাম প্যালেস পৌঁছে যান। তবে জিজ্ঞাসাবাদের পর নতুন কোন তথ্য সামনে আসে কিনা, তা বড় প্রশ্ন।
প্রসঙ্গত, অতীতে কয়লা পাচার কাণ্ডে তৃণমূল নেতাদের একাধিকবার জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে। পাল্টা এটিকে ‘বিজেপি সরকারের প্রতিহিংসার কারণ’ হিসেবেই চিহ্নিত করে আসে রাজ্যের শাসকদল। তবে বর্তমানে তদন্তের গতি আরো বৃদ্ধি করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সিবিআইয়ের পাশাপাশি ইডিও আর্থিক প্রতারণার বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে। এই ঘটনায় ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তাঁর স্ত্রীকেও জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়। গতকাল তাঁকে দীর্ঘক্ষণ ধরে জেরা করে ইডি আর এদিন শওকত মোল্লাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে কয়লা পাচার মামলা নতুন কোন মোড় নেয়, সেটাই দেখার।