বিয়ের একমাসের মধ‍্যেই মা হয়েছেন, এবার ছেলের প্রথম ছবি প্রকাশ‍্যে আনলেন স্বপ্না

বাংলাহান্ট ডেস্ক: স্বপ্না চৌধুরীকে (sapna chowdhury) চেনেন না এমন মানুষ সম্ভবত খুবই কম আছেন। বিগ বসের দৌলতে তার জনপ্রিয়তা আরও বেড়ে গিয়েছে। স্বপ্নার নাচ ও গান হরিয়ানা ছেড়ে ছড়িয়ে পড়েছে সারা দেশে। তিনি মঞ্চে উঠলেই হাততালির ধুম পড়ে যায়।

কয়েক মাস আগেই সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন স্বপ্না। তাঁর বিয়ের খবর ভাইরাল হয়ে যায় সোশ‍্যাল মিডিয়ায়। জানা যায়, লকডাউনের মধ‍্যেই জুলাই মাসে গোপনে বিয়ে সেরে চার মাস পরেই মা হয়েছেন তিনি।

IMG 20201216 121553
অপরদিকে স্বপ্নার বিয়ে নিয়ে গুঞ্জনের মাঝে মুখ খোলেন তাঁর স্বামী বীর সাহু। তিনি স্পষ্ট জানান, গত ডিসেম্বরে বিয়ে করেছেন তাঁরা। তবে লকডাউনে গর্ভাবস্থায় কোনো শো করেননি স্বপ্না। কয়েকদিন আগেই মা হন তিনি। এবার প্রথম ছেলের ছবি প্রকাশ‍্যে আনলেন স্বপ্না।

https://www.instagram.com/p/CHLQKfxF35R/?igshid=1tnifu8qdydyn

নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে ছেলেকে কোলে নিয়ে একটি ছবি শেয়ার করেন গায়িকা। ছেলেকে কোলে নিয়ে তার মাথায় হাত দিয়ে রাখতে দেখা যায় স্বপ্নাকে। তবে ছেলের মুখ এখনো প্রকাশ করেননি তিনি। ছবিটি শেয়ার করতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরাও আদর ভালবাসায় ভরিয়ে দিয়েছেন স্বপ্না ও তাঁর ছেলেকে।

https://www.instagram.com/p/CI0IK_Sl2uw/?igshid=1wg61fjzsq0d2

প্রসঙ্গত, স্বপ্না চৌধুরী বিয়ের পিঁড়িতে কবে বসবেন সেই নিয়ে জল্পনা কল্পনার অন্ত ছিল না। একসময় গুঞ্জন শোনা গিয়েছিল, হরিয়ানা নিবাসী বীর সাহুর সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি। কিন্তু তখন এই বিষয়ে বীর সাহু বা স্বপ্না চৌধুরী কেউই কিছু বলেননি।

তবে জুলাই মাসে বেশ কয়েকটি ছবি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন স্বপ্না। সেখানে তাঁর সিঁথিতে দেখা গিয়েছিল সিঁদুর। তখনি জানা যায়, খবর সত‍্যি। গোপনেই বিয়ে সেরে ফেলেছেন এই।হরিয়ানভি গায়িকা।

এই নিয়ে শোরগোল শুরু হতেই মুখ খোলেন স্বপ্নার স্বামী বীর সাহু। এমনকি ভুয়ো খবর ছড়ানোর জন‍্য হরিয়ানার কয়েকজন যুবকের সঙ্গেও নাকি তিনি হাতাহাতিতে জড়িয়ে পড়েন। অভিযোগও দিয়ের হয় বীর সাহুর নামে। তবে এই বিষয়ে আর মুখ খোলেননি স্বপ্না বা তাঁর স্বামী কেউই।

Niranjana Nag

সম্পর্কিত খবর