বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। কিছুদিনের অপেক্ষা মাত্র। শাসক থেকে বিরোধী, নির্বাচনকে ঘিরে সব রাজনৈতিক দলেরই প্রস্তুতি তুঙ্গে। বৃহস্পতিবার গঠিত হল তৃণমূল কংগ্রেস যুবর নতুন রাজ্য কমিটি (TMC Youth Committee)। ২০২১ সালে বিধানসভা ভোটের পর তৃণমূলের যুব সভানেত্রী করা হয়েছিল অভিনেত্রী সায়নী ঘোষকে৷ সেই পদে এবারও আসীন থাকলেন তিনি। তবে কমিটি থেকে ছেঁটে ফেলা হল ১ দিন আগে দায়িত্বপ্রাপ্ত সদ্য হওয়া সদস্য সপ্তর্ষি বক্সীকে (Saptarshi Bakshi)।
তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সীর পুত্র সপ্তর্ষি বক্সী। মাত্র ২৪ ঘন্টা আগেই যুবর সম্পাদক পদ দেওয়া হয়েছিল তাকে। তবে পর দিনই কেড়ে নেওয়া হল সেই দায়িত্ব। বৃহস্পতিবার তৃণমূল তরফে এক বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে। তবে কেন তাকে এই পদ থেকে সরানো হয়েছে , সেই প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি।
বুধবার তৃণমূল কংগ্রেসের যুবর নতুন কমিটিতে ৪৭ জন সদস্যের নাম ঘোষণা হয় । সম্পাদক করা হয়েছে চিকিৎসক অনির্বাণ দলুই ও রাজীব বিশ্বাসকে। তবে সকলকে অবাক করে দীর্ঘ এই কমিটি থেকে বাদ পড়েছেন দেবাংশু ভট্টচার্যের মতো তৃণমূলের জনপ্রিয় মুখ। প্রসঙ্গত, গতকাল ফেসবুকে দেবাংশু তৃণমূল ছাড়ার কথাও পোস্ট করেন। পরে অবশ্য তা তিনি নিজেই মুছে দেন।
অন্যদিকে নতুন কমিটিতে রাখা হয়েছে চার সহ সভাপতিকেও । এই চার জনের মধ্যে রয়েছেন দু’জন বিধায়ক। প্রথম জন হলে অভিনেতা তথা চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী এবং বাঘমুন্ডীর বিধায়ক সুশান্ত মাহাত। পাশাপাশি সহ সভাপতির দায়িত্ব পেয়েছেন বিধায়ক স্বর্ণকমল সাহার পুত্র অর্পণ সাহা। একই ভাবেই সহ সভাপতি করা হয়েছে নদিয়া জেলা তৃণমূলের দাপুটে নেতা শঙ্কর সিংহের পুত্র শুভঙ্কর সিংহকে।
বুধবারই রাজ্য তৃণমূলের যুবর পূর্ণ কমিটি ঘোষিত হয়েছে। আর বৃহস্পতিবার সেই কমিটিতে নতুন পাঁচ সদস্যকে যুক্ত করা হল । বর্তমানে, নবনির্মিত কমিটির সদস্য সংখ্যা বেড়ে হয়েছে ৫২।