ধোনির আচমকা ক্রিকেটকে বিদায় জানানোয় BCCI-এর ভূমিকা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন সাকলাইন মুস্তাক

বাংলাহান্ট ডেস্কঃ গত স্বাধীনতা দিবসের দিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে আচমকাই অবসর গ্রহণ করেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কাউকে কিছু না জানিয়ে কোনো রকম রাখঢাক না পিটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে একেবারে নিঃশব্দে বিদায় জানিয়েছেন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক। যার জন্য একেবারেই প্রস্তুত ছিল না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

তবে ধোনির এইভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ায় বিসিসিআই ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রাক্তন পাকিস্তানি স্পিনার সাকলাইন মুস্তাক। তিনি দাবি করেছেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ধোনির জন্য অন্তত একটা ফেয়ারওয়েল ম্যাচ হওয়া উচিত ছিল। এইভাবে নিঃশব্দে একজন বিশ্বকাপ জয়ী অধিনায়কের বিদায় কিছুতেই মেনে নেওয়া যায় না।

173241714fa3cd449e9b56eeb805def43ff829c8aa60a21df94a163947e40087d56468a46

প্রাক্তন পাকিস্তানি স্পিনার সাকলাইন মুস্তাক নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন আমি সবসময় সোজা কথা বলতেই ভালোবাসি। ধোনির মতো এত বড় মাপের একজন ক্রিকেটে কোন প্রকার ফেয়ারওয়েল ম্যাচ না খেলে বিদায় নিয়েছে এটা বিসিসিআই হার হিসাবে ধরা উচিৎ। ধোনির প্রতি বিসিসিআই এর এমন আচরণ সঠিক নয় বলে দাবি করেছেন তিনি।


Udayan Biswas

সম্পর্কিত খবর