ঝুলিতে পাঁচ পাঁচটি ছবি, বিমানবন্দরে সারাকে দেখে চিনতেও পারলেন না এক ব‍্যক্তি!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সারা আলি খান (sara ali khan), বলিউডের নবাগতা অভিনেত্রীদের মধ‍্যে অন‍্যতম। ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখার প্রথম থেকেই চর্চায় উঠে এসেছিলেন সইফ আলি খান-অমৃতা সিং কন‍্যা। অনুরাগীদের প্রতি নম্র ব‍্যবহার এবং প্রাণখোলা মেজাজের অচিরেই সকলের প্রিয় হয়ে ওঠেন সারা। তবে মাঝে সুশান্ত সিং রাজপুতের মৃত‍্যু মামলা ও মাদক কাণ্ডে ফেঁসে বেশ ট্রোল হতে হয়েছিল অভিনেত্রীকে।

তবে এখন পরিস্থিতি অন‍্য রকম। অতীত ভুলে ফের নিজের কেরিয়ার তৈরিতে মন দিয়েছেন সারা। ডেবিউ করার পর থেকে এখনো পর্যন্ত পাঁচটি ছবিতে অভিনয় করেছেন তিনি। বলিউডেও যথেষ্ট পরিচিত মুখ। কিন্তু এত জনপ্রিয় একজন তারকাকেও বিমানবন্দরে এমন পরিস্থিতির মধ‍্যে পড়তে হবে তা হয়তো ভাবতে পারেনি কেউ। চিন্তা করতে পারেননি সারাও।


অতি সম্প্রতি মা অমৃতা সিং এর সঙ্গে মুম্বই বিমানবন্দরে পাপারাৎজির ক‍্যামেরাবন্দি হন সারা। শহর ছেড়ে কোথাও একটা যাচ্ছিলেন তাঁরা। ভিআইপি গেটের বদলে এদিন সাধারন গেট দিয়েই ঢোকার সিদ্ধান্ত নেন সারা অমৃতা। লাইনে কয়েকজন লোকের পাশ দিয়ে যখন মায়ের দিকে এগিয়ে যাচ্ছিলেন অভিনেত্রী তখনি ঘটে ঘটনাটা।

এক ব‍্যক্তি সারাকে জিজ্ঞাসা করে বসেন তাঁর নাম কী? সম্ভবত অভিনেত্রীকে সামনে দেখে চিনতে পারেননি তিনি। সারা নিজেও প্রথমে কিছুটা হকচকিয়ে গিয়েছিলেন। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে হাসিমুখে তিনি উত্তর দেন, “আমার নাম সারা স‍্যার”। পাপারাৎজির দৌলতে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে এই কথোপকথনের মুহূর্ত।

সারার উত্তর শুনে চমকিত নেটিজেনরাও। অভিনেত্রীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁরা। এত বড় একজন তারকা তবুও এতটুকু অহঙ্কার নেই। মা বাবা যথার্থ শিক্ষা দিয়েছেন সারাকে, এমনটাই বলছেন নেটনাগরিকরা। অনেকে অমৃতা সিংকে নিজের মালপত্র নিজে বহন করতে দেখে প্রশংসা করেছেন। সারার মধ‍্যে যে তিনি ভাল শিক্ষার বীজ বপন করছেন তা বোঝাই যাচ্ছে।

https://www.instagram.com/p/CTTie7AojZb/?utm_medium=copy_link

প্রসঙ্গত, শেষবার সারাকে বরুন ধাওয়ানের বিপরীতে কুলি নাম্বার ওয়ান ছবিতে দেখা গিয়েছিল। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে তাঁর আগামী ছবি অতরঙ্গি রে। এই ছবিতে অক্ষয় কুমার ও ধনুশের সঙ্গে অভিনয় করেছেন তিনি। এছাড়াও দ‍্য ইমমর্টাল অশ্বত্থামা ছবিতে দেখা যাবে সারাকে। ছবিতে তিনি ছাড়াও রয়েছেন ভিকি কৌশল।

সম্পর্কিত খবর

X