কার্তিক বেপাত্তা, অক্ষয় ও ধনুষের চুমুর মাঝে পড়ে গেলেন সারা

বাংলাহান্ট ডেস্ক: সম্প্রতি যেসব তারকা সন্তানরা বলিউডে অভিষেক করেছেন তাঁদের মধ্যে অন্যতম হল সইফ আলি খান কন্যা সারা আলি খান। অভিনয়ে পা রাখার আগে তেমন জনপ্রিয় না হলেও বলিউডে এসেই তাঁর জনপ্রিয়তা হু হু করে বাড়তে শুরু করে। ইতিমধ্যেই রণবীর সিং, বরুণ ধাওয়ান, কার্তিক আরিয়ানের মতো জনপ্রিয় ও সফল অভিনেতাদের সঙ্গে কাজ করে ফেলেছেন সারা। তাঁর প্রতিটা ছবিই বক্সঅফিসে বেশ সাফল্যও পেয়েছে। অভিনয়ের পাশাপাশি নিজের নম্র আচরণ দিয়েও নেটিজেনদের মন জয় করে নিয়েছেন সইফ কন্যা। সোশ্যাল মিডিয়াতে তাঁর ফ্যান ফলোয়িং দেখবার মতো।

Sara Ali Khan vogue beauty awards 2019 2

মাত্র কিছুদিন আগেই মুক্তি পেয়েছে সারা ও কার্তিক আরিয়ান অভিনীত ‘লভ আজ কাল’এর ট্রেলার। সেই রেশ কাটতে না কাটতেই ফের নতুন ধামাকা। এবার অক্ষয় ও ধনুষের মাঝে সারা। দুজনে দুদিক থেকে তাঁর গালে চুম্বন এঁকে দিচ্ছেন। এই ভাবেই আগামী ছবির ঘোষনা করলেন সইফ কন্যা। আগামী বছর মুক্তি পাবে সারা, অক্ষয় ও ধনুষ অভিনীত ‘অতরঙ্গি রে’। পরিচালনার দায়িত্বে রয়েছেন আনন্দ এল রাই।

https://www.instagram.com/p/B78ANNNpskz/?utm_source=ig_web_copy_link

প্রসঙ্গত, সারা ও কার্তিকের আগামী ছবির ট্রেলার খুব একটা খুশি করতে পারেনি নেটিজেনদের। অনেকেই বলেছেন সইফ ও দীপিকা অভিনীত লভ আজ কাল ছবিটির ধারেকাছেও ঘেঁষতে পারেননি সারা-কার্তিক। তাঁদের মধ্যে রসায়নেরও যথেষ্ট অভাব রয়েছে বলেও মন্তব্য করেছেন অনেকে।

https://www.instagram.com/p/B77iGHQJlos/?utm_source=ig_web_copy_link

আগামী ভ্যালেন্টাইনস ডেতে মুক্তি পাবে লভ আজ কাল। এছাড়াও এই মুহূর্তে বরুণ ধাওয়ানের সঙ্গে ‘কুলি নাম্বার ওয়ান’এর রিমেক ছবিতে কাজ করছেন সারা আলি খান। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন ডেভিড ধাওয়ান।

Niranjana Nag

সম্পর্কিত খবর